দেশজুড়ে

অফিস ভবনে একাধিক রেস্টুরেন্ট, গুঁড়িয়ে দেয়া হলো রুফটপ রেস্তোরাঁ

অফিস ভবনে একাধিক রেস্টুরেন্ট, গুঁড়িয়ে দেয়া হলো রুফটপ রেস্তোরাঁ
রাজধানীর বেইলি রোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে ঢাকা শহর জুড়ে আবাসিক ভবনে অবৈধ রেস্টুরেন্ট উচ্ছেদে শুরু হয়েছে অভিযান। এরই অংশ হিসেবে সোমবার (৪ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকায় টুইন পিক টাওয়ারে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট। অভিযান পরিচালনা করছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মত রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। এছাড়া রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিচ্ছে রাজউক। সোমবার (৪ মার্চ) দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজউক। অভিযান সূত্রে জানা যায়, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিলো। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলছে রাজউক। গেলো বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হয়। পাশাপাশি আহত হয় অনেকেই। ভবনটিতে রেস্তোরাঁ করার কোন অনুমোদন ছিল না। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন অফিস | ভবনে | একাধিক | রেস্টুরেন্ট | গুঁড়িয়ে | দেয়া | হলো | রুফটপ | রেস্তোরাঁ