দুর্ঘটনা

নসিমনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৩

নসিমনের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নসিমনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও চারজন যাত্রী আহত হন। নিহত চালকের নাম আশরাফুল (৩৫)। গেলো বৃহস্পতিবার (২১ মার্চ) রাত আটটার দিকে গাইবান্ধার- নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২২ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে সবুজ মিয়া ও মোত্তালিব মারা যান। নিহত আশরাফুল উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মো: মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী গ্রামর আঃ ছাত্তার মিয়া ছেলে সবুজ মিয়া, আজিজলে ছেলে মো: বেলাল (৫০), মৃত আকামুদ্দিনের ছেলে মো: আমরুল (৪৫) ও পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মো: মোত্তালিব(৫২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাকাইহাট বাজার থেকে একটি ইজিবাইক যোগে চার যাত্রী নিয়ে হরিনাবাড়ী বাজারে দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি নাকাইহাট - গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌছালে পিছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ভটভটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনার স্থলেই ইজিবাইকের চালক আশরাফুল মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা চারযাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক নসিমনটি গতকাল রাতেই আটক করা হয়েছে। এ বিষয়ের নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন নসিমনের | ধাক্কায় | মৃতের | সংখ্যা | বেড়ে | ৩