জাতীয়

যৌথবাহিনীর অভিযানে ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

সারাদেশে গেলো ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রিভলভার, ১৮টি পিস্তল, ২টি রাইফেল, ১১টি শটগান, ১টি পাইপগান, ৬টি শুটার গান, ৩টি এলজি, ৩টি বন্দুক, ১টি একে ৪৭, ১টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ১টি এয়ারগান ও ৩টি এসবিবিএল।

 

এর আগে পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকাসহ সারাদেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে গেলো ৫ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৩৩টি অস্ত্র। তবে রাইফেল, এসএমজি, এলএমজি ও পিস্তলসহ এখনও উদ্ধার করা যায়নি ১ হাজার ৮৮৫টি অস্ত্র। এছাড়া প্রায় ৩ লাখ লুট হওয়া গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ত্র | যৌথবাহিনী