Connect with us

ক্রিকেট

বিনা উইকেটে মধ্যাহ্ন বিরতি শেষ করল শ্রীলঙ্কা

Avatar of author

Published

on

শ্রীলঙ্কা,-ক্রিকেট

চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট।  চলছে মধ্যাহ্ন বিরতি।  শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে।  আজকের লঙ্কান একাদশে রয়েছে এক পরিবর্তন।  চোটে আক্রান্ত কাসুন রাজিথার বদলি হয়েছেন আসিথা ফার্নান্দো।  অন্যদিকে বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।  একাদশে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।  বদলি করানো হয়েছে শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে।  শ্রীলঙ্কা বিনা উইকেটে ৮৮ রানে অবস্থান করছে।

চট্টগ্রামে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে।  কিছুটা শুষ্ক আর অল্প কিছু ঘাস রয়েছে পিচে।  বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ ৩ টেস্ট ড্র হয়েছে চট্টগ্রামে।  আজ লঙ্কানদের প্রথম সেশন কেটেছে বিনা উদ্বেগে।  খুব আরাম করে ব্যাটিং করেছে দুই ওপেনার।  পুরো ২৭ ওভার খেলার পরও কোনো উইকেট হারায়নি, তুলেছে ৮৮ রান।

গত টেস্টে ৩ পেসার নিয়ে খেলার পর এই ম্যাচে ২ পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ।  খালেদ আহমেদ ও হাসান মিলে প্রথম সেশনে বল করেছেন যথাক্রমে; ৭ ও ৯ ওভার।  কিন্তু কেউ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি।  দুই পেসারকে বেশ ভালোই মোকাবিলা করেছেন নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নে।  মাদুশকা ৫৫ রানে, করুনারত্নে অপরাজিত আছেন ৩৩ রানে।

স্পিনারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দুজনে ২ টি করে মোট ৪ টি ওভার করেছেন।  মেহেদী হাসান মিরাজ করেছেন ৭ টি ওভার।  বোলারদের মধ্যে মিরাজ ছিলেন সবচেয়ে ইকোনমিক্যাল।  দিয়েছেন মাত্র ১৮ টি রান, যেখানে ইকোনমি রেট ২.৫৭।

আজ শ্রীলঙ্কা দলীয় অর্ধশতক পূরণ করে ১৪তম ওভার খেলতে গিয়ে।  ফার্নান্দো ব্যক্তিগত ফিফটি পেয়েছেন ৮০ বল খেলে।  লঙ্কানদের জন্য এখনো তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশ।  আজকের দিনে এখনো ২ টি সেশন রয়েছে।  স্বাগতিক পেসার ও স্পিনারদের মধ্য থেকে চেষ্টা থাকবে বাকি সময়টুকুতে লঙ্কান ব্যাটারদের উইকেট তুলে নেওয়া ও চাপ সৃষ্টি করা।

Advertisement
Advertisement

ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়ে কেকেআর কত পেলো, অন্যরা কত টাকা পেলেন

Published

on

লিগ টেবিলের এক নম্বরে থেকে আইপিএল ২০২৪-এর প্লে-অফে ওঠে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ার জিতে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পায়। শেষমেশ খেতাবি লড়াইয়ে আক্ষরিক অর্থেই সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দেয় কেকেআর এবং আইপিএল ২০২৪-এর ট্রফি হাতে তোলে। সানরাইজার্স হায়দরাবাদকে এবারের মতো রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

দেখে নেয়া যাক আইপিএল ২০২৪-এর দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা। পুরস্কার মূল্য হিসেবে কাদের হাতে কত টাকা উঠল, চোখ রাখা যাক সেই তালিকাতেও।

আইপিএল ২০২৪-এর পুরস্কার তালিকা:

১. চ্যাম্পিয়ন- কলকাতা নাইট রাইডার্স (ট্রফি ও ২০ কোটি টাকা)।

২. রানার্স- সানরাইজার্স হায়দরাবাদ (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

Advertisement

৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- বিরাট কোহলি (৭৪১ রান) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- হার্ষাল প্যাটেল (২৪টি উইকেট) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

৫. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৬. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

Advertisement

৮. ফাইনালে সব থেকে বেশি চার- রহমানউল্লাহ গুরবাজ (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

৯. ফাইনালে সব থেকে বেশি ডট বল- হর্ষিত রানা (স্মারক ও ১ লক্ষ টাকা)।

১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- নীতীশ রেড্ডি (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১২. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

Advertisement

১৩. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৪. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- অভিষেক শর্মা (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৫. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ট্র্যাভিস হেড (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৬. টুর্নামেন্টের সেরা ক্যাচ- রমনদীপ সিং (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দরাবাদ (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

Advertisement

১৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

১৯. সেরা মাঠ ও পিচ- হায়দরাবাদ (ট্রফি ও ৫০ লক্ষ টাকা)।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে হায়াদ্রাবাদ

Published

on

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ফাইনাল ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়াদ্রাবাদ।

রোববার (২৬ মে) সন্ধ্যায় চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই দল।

টসের পর  শিশিরের প্রভাব কম থাকবে উল্লেখ করে হায়াদ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, এমন পিচে রান দেখতে চান তিনি। তার টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই ছিল ।

অপরদিকে কলকাতা অধিনায়কের বক্তব্য, এলিমিনেটরের তুলনায় ভিন্ন পিচ এটি। টস জিতলে তিনি বোলিং করার পক্ষেই ছিলেন।

দুই দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে কোনো প্রকার পরিবর্তন আনেনি। অবশ্য হায়দরাবাদ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আব্দুস সামাদের পরিবর্তে মূল একাদশে আছেন শাহবাজ আহমেদ।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

শাহীন’কে সহ অধিনায়ক হতে বলেনি পিসিবি

Published

on

কাউকে সহ অধিনায়ক হওয়ার জন্য বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করেছে তারা। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’তে শনিবার (২৫ মে) এক খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছিল, বিশ্বকাপ দলে শাহীন শাহ আফ্রিদি’কে সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহীন তা ফিরিয়ে দেন।

পাকিস্তান সবার শেষে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। যেখানে কোনো সহ অধিনায়ক রাখা হয়নি। কিছুদিন আগে শাহীনকে অধিনায়ক থেকে সরিয়ে বাবর আজমকে আবারও সাদা বলের সংস্করণে দায়িত্ব দেওয়া হয়। সেসময় কিছু বিতর্কিত ঘটনা ঘটনা ঘটেছিল বটে।

এবার সহ অধিনায়কত্ব নিয়ে আবার নতুন ঘটনার জন্ম হলো। পিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা কখনো শাহীনকে সহ অধিনায়ক হওয়ার কথা বলেনি, এমনকি কাউকেই এই দায়িত্ব গ্রহণ করার জন্য বলা হয়নি।

পিটিআই এর সূত্রমতে, নির্বাচকরা এমন খবর দেখে বেশ চমকে গেছেন। তারা নিজেদের বৈঠকে সহ অধিনায়ক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেননি। বরং না রাখার ব্যাপারে একমত ছিলেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত