রাজবাড়িতে ১৫ টাকা কেজি পেঁয়াজ; হতাশ কৃষকরা

রাজবাড়িতে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এরপরও মুখে হাসি নেই চাষীদের। স্থানীয়ভাবে দাম কমের কারনে পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচই উঠাতে পারছে কৃষকরা। তারা মনে করেন, ভারতীয় পেঁয়াজ আমদানির কারনে দেশী পেঁয়াজের দাম কমেছে।

কৃষকরা জানিয়েছেন, জেলার বাজারে ১৫ থেকে ২০ টাকা কেজি দামে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। গতবছর পাইকারি বাজারেই এই পেঁয়োজ প্রতি মণ  আঠার’শ থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।  এবছর এই দাম এক হাজার টাকার নিচে। এতে লোকসান হচ্ছে কৃষকদের।  

অনেকেই ঋণ পরিশোধের চাপে দিশেহারা হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহিদ নুর আকবর জানিয়েছেন, বাজার দর কম হওয়ায় পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ কমছে।  

দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ির কৃষকদের রক্ষায় সহজ শর্তে ঋণ দেয়াসহ ভরা মওসুমে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

মইনুল

Recommended For You