বাংলাদেশ

ঈদের দিন মোটরসাইকেল কেড়ে নিলো ৮ প্রাণ

ঈদের দিন মোটরসাইকেল কেড়ে নিলো ৮ প্রাণ
ঈদের আনন্দে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়কে প্রাণ গেলো ৮ জনের। পঞ্চগড়, নেত্রকোনা, ও খাগড়াছড়ি জেলায়  মোটরসাইকেল দুর্ঘটনার নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নেত্রকোনার কলমাকান্দা ওসি মোহাম্মদ লুৎফুল হক  জানান, ফাঁকা সীমান্ত সড়কে একটি মোটরসাইকেলে তিনজন বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় চেংনী বাজারের কাছে পৌঁছতেই মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হন। নিহতরা হলেন, হৃদয় মিয়া  (২২), হালিম হোসেন (১৮) ও নবী হোসেন (৩৫)। তারা সবাই কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদ আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) ও কাউছার আলী (১৫) নামে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও ৪ জন। তিনি জানান, দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরও একজনকে সঙ্গে নিয়ে তিনজন সোনাহার বাজারের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় কাউছার। এদিকে দুই মোটরসাইকেলের অপর ৫ আরোহী আহত হলে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে মারা যায় সাব্বির। আহতরা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে খাগড়াছড়িতে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে উপজেলার বটতলী এলাকায় একটি মোটরসাইকেল ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামের  একজন গুরুতর আহত হয়। পরে চট্রগ্রাম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | দিন | মোটরসাইকেল | কেড়ে | নিলো | ৮ | প্রাণ