Connect with us

আন্তর্জাতিক

ঈদের ছুটিতেও খোলা স্কুল, প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর

Avatar of author

Published

on

ঈদুল ফিতরের ছুটির দিনেও খোলা ছিলো স্কুল। আর সেই স্কুলের শিক্ষার্থীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে প্রাণ হারায় ছয় শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার সময় বাসের গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি। এসময় মহাসড়কে একটা মোড় নিতে যান তিনি, তখনই ভারসাম্য হারিয়ে ফেলেন।

বাসটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিল। হরিয়ানা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন যে ছয় বছর আগেই বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। তারপরও বাসটি দিব্যি চলছিল।

মহেন্দ্রগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, বাসচালক মদ খেয়েছিলেন কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘বাসের নথিপত্রও খতিয়ে দেখছি আমরা। স্কুল কর্তৃপক্ষের তরফে সঙ্গে এখনও যোগাযোগ করিনি।’

Advertisement

আন্তর্জাতিক

হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বাড়ছে

Published

on

ফাইল ছবি

হামাসের বিরুদ্ধে যুদ্ধে গাজা উপত্যকায় আরও দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। দুই সেনার মৃত্যুতে গাজায় স্থল হামলা শুরুর পর নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ২৯৪ হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে ।

গেলো ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে কিছু সেনা সদস্য রয়েছেন। তবে তারা এই ২৯৪ জন নিহতের মধ্যে অন্তর্ভুক্ত নন।

মূলত স্থল হামলা শুরুর পর থেকে নিহতদের নাম এই তালিকায় যোগ করে ইসরাইল।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন হামলা শুরু করে ইসরাইল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গেলো ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৬ হাজার ছাড়িয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

Advertisement

এনএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

সৌদির পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম বাদ

Published

on

ফাইল ছবি

সৌদি আরবের পাঠ্যবইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। ইম্পেক্ট-সি নামের একটি ইসরাইলি এনজিও সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর- মিডল ইস্ট আই

গত পাঁচ বছরে সৌদির পাঠ্যবই গুলোতে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি।

ইম্পেক্ট-সি নামের সংস্থাটি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রকাশ হওয়া ৩৭১টি পাঠ্যবই পর্যালোচনা করেছে।

সংস্থাটি খুঁজে বের করেছে বইগুলো থেকে কী কী বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে।

এই গবেষণায় দেখা গেছে,  দ্বাদশ শ্রেণির সামাজিক শিক্ষার একটি বই যেটিতে ‘ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ’ নামের বিষয় ছিল। সেই বইটি ২০২৩ সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে, কিন্তু সেটি থেকে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

এনএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি বাইডেনের

Published

on

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে এক্ষেত্রে ইউক্রেন শুধুমাত্র খারকিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

সম্প্রতি রাশিয়া খারকিভ অঞ্চলের বেশ কিছু জায়গা ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়ার পরিপ্রেক্ষিতে বাইডেন এই হামলার অনুমতি দিলো বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

Advertisement

এনএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত