ক্রিকেট

বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ছেন মার্কো রয়েস

বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ছেন মার্কো রয়েস
বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টানছেন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো রয়েস।  চলতি মৌসুম শেষেই ক্লাবটিকে বিদায় জানাবেন তিনি।  শুক্রবার ডর্টমুন্ডের পক্ষ থেকে জানানো হয়ছে , চুক্তির মেয়াদ না বাড়ানোর ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। ডর্টমুন্ডের একাডেমিতে বেড়ে উঠেছেন রয়েস।  এরপর ২০০৬ সালে ডর্টমুন্ডের একাডেমি ছেড়ে যোগ দেন রট ওয়েস আহলেন ক্লাবে। তিন বছর পর সেখান থেকে চলে যান বরুসিয়া মুনশেনগ্লাডবাখে। সেখানে আরও তিন বছর কাটিয়ে ফিরে আসেন ফিরে আসেন ডর্টমুন্ডে। জার্মানির ঐতিহ্যবাহী ক্লাবটিতে ১২ মৌসুমে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যান রয়েস। ডটর্মুন্ডের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ (৪২৪) খেলা ফুটবলার তিনি। গোলের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১৬৮)। সতীর্থদের গোল করিয়েছেন ১২৮টি। ডর্টমুন্ডের হয়ে ২০১৬-১৭ ও ২০২০-২১ সালে জার্মান কাপ জিতেছেন রয়েস। বর্তমান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ডর্টমুন্ডের দায়িত্বে থাকতে ২০১৩ সালে খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।   এস  

এ সম্পর্কিত আরও পড়ুন বরুসিয়া | ডর্টমুন্ড | ছাড়ছেন | মার্কো | রয়েস