গুঞ্জন ছিল আমেরিকান ফুটবলে যোগ দিচ্ছেন মার্কো রিউস। সেই গুঞ্জন অবশেষে সত্যি হলো। বরুশিয়া ডর্টমুন্ডের এই সাবেক ফুটবলার মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছেন।
আড়াই বছরের চুক্তিতে জার্মান ফুটবলার রিউসকে দলে নিয়েছে এলএ গ্যালাক্সি। আগামী ২০২৬ সাল পর্যন্ত আমেরিকার এই ক্লাবের সঙ্গে তিনি থাকবেন বলে জানা গেছে।
রিউস ও ডর্টমুন্ড একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। এই জার্মান তারকা ২০১২ সাল থেকে ডর্টমুন্ড ক্লাবে খেলে আসছেন। অন্য অনেক ক্লাবে তার খেলার সুযোগ ছিল। কিন্তু সেসব তিনি আমলে নেননি। এই ক্লাবের অধিনায়কত্ব করেছেন ৫ বছর। অবশেষে চলতি বছরের মে মাসে তিনি ডর্টমুন্ড ছাড়ার সিদ্ধান্ত নেন।
গত জুনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ডর্টমুন্ডের হয়ে সবশেষ ম্যাচটি খেলেছেন রিউস। ওয়েম্বলিতে ২-০ গোলে ম্যাচটি হেরে যায় ডর্টমুন্ড। এর আগে ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছেন তিনি।
ডর্টমুন্ডের হয়ে সবমিলিয়ে ৪২৯ ম্যাচ খেলেছেন রিউস। গোল করেছেন ১৭০ টি।
মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে আছে এলএ গ্যালাক্সি। তাদের পরের ম্যাচ আগামী ২৫ আগস্ট। সেখানেই অভিষেক হওয়ার কথা রয়েছে ক্লাবটির নতুন ফুটবলার মার্কো রিউসের।
এম এইচ//