বারকোলার বাড়ানো ক্রস আটকাতে এগিয়ে যাবেন কিনা এমন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। যার কারণে স্লাইড ধরতে না পেরে উলটো তুলে দেন আশরাফ হাকিমির পায়ে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মরোক্কান এই ডিফেন্ডার।
মঙ্গলবার রাতে ম্যাচের ১১ মিনিটেই এমির এমন ভুলের পর ২৭তম মিনিটে নুনো মেন্দেজ গোল করে পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। আগের লেগে ফরাসি ক্লাবটি ৩-১ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৫-১।
এখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠে অ্যাস্টন ভিলা। ৩৪ মিনিটে ইউরি টিয়েলেমানস, ৫৫তম ম্যাকগিন ও এর দুই মিনিট পর এজরি কনস্টা গোল করলে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় মাত্র ১ গোল।
তবে সেখান থেকে আর পেরে উঠতে পারেনি ইংলিশ ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালে উঠে পিএসজি।
রাতের অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। তবে প্রথম লেগে ৪-০ গোলের জয় থাকায় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে ছয় বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।