ফুটবল

‘বুড়ো’ সিংহের গর্জন দেখালেন সিলভা

কাতার বিশ্বকাপের পর থেকে ডিফেন্স লাইনেই সবচেয়ে বেশি ভুগছে ব্রাজিল। এর পেছনে অন্যতম বড় কারণ থিয়াগো সিলভার অনুপস্থিতি।

বয়সের ভারে জাতীয় দলে জায়গা হারিয়েছেন সিলভা। কিন্তু বয়স বাড়লেও তাঁর দক্ষতা ও শক্তি যে এখনো অটুট, সেটা প্রমাণ করলেন চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে। ৪০ বছর বয়সী এই ডিফেন্ডার দেখিয়েছেন ‘বুড়ো’ সিংহের গর্জন।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ডুয়েল জিতেছেন ৯ বার, বল ক্লিয়ার করেছেন ৭ বার, এরিয়াল ডুয়েল জিতেছেন ৮ বার। তার এমন পারফরম্যান্স অনেক বড় অবদান রেখেছে ফ্লুমিনেন্সকে গোল খাওয়া থেকে বিরত রাখতে। 

ক্লাব বিশ্বকাপের ম্যাচটিতে ডর্টমুন্ডকেই এগিয়ে রেখেছিল সবাই। তবে জার্মান ক্লাবটির বিপক্ষে আধিপত্য বিস্তার করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। 

অপর ম্যাচে ৩৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসও দেখিয়েছেন ‘বুড়ো হাড়ের ভেলকি’। ইন্টার মিলানের বিপক্ষে শুধু রক্ষণে নয়, আক্রমণেও এগিয়ে দিয়েছিলেন তার ক্লাব মন্তেরোইকে। ম্যাচের ২৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে মেক্সিকান ক্লাবটিকে লিড এনে দেন রামোস। যদিও পরে লাওতারো মার্তিনেজের গোলে সমতা ফেরে ইন্টার। পরে ১–১ গোলের সমতায়ই শেষ হয় ম্যাচ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলভা