রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টনের মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে হেলিকপ্টার দুটির পাইলট নিহত হয়েছেন।
নিহতদের একজন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ। অপরজন ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ। দুজনেই নিউ জার্সির বাসিন্দা।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো যাত্রী ছিলো না। সংঘর্ষের কারণ জানতে তদন্ত চলছে। হ্যামন্টন শহর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, মাটিতে বিধ্বস্ত হওয়ার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়।
এসএইচ//