বিনোদন

মিস ইন্ডিয়া ইউএসএ এর মুকুট পরলেন চেন্নাইয়ের কেটলিন

বিনোদন ডেস্ক

১৯ বছর বয়সী ভারতীয়-আমেরিকান কেটলিন সান্দ্রা নীল ছবি: সংগৃহীত

 মিস ইন্ডিয়া ইউএসএ ২০২৪-এর মুকুট জয় করেছেন ভারতীয়-আমেরিকান কেটলিন সান্দ্রা নীল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত এই বার্ষিক প্রতিযোগিতায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন।

চেন্নাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ১৯ বছর বয়সী কেটলিন বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিসে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বপ্ন একদিন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়া। পাশাপাশি মডেলিং এবং অভিনয় জগতে নিজের পরিচিতি গড়ে তোলা। তিনি জানান, নারীর ক্ষমতায়ন এবং সাক্ষরতার উন্নয়নে নিজের ভূমিকা রাখতে চান।

এই প্রতিযোগিতায় আরও আলো ছড়িয়েছেন ইলিনয়ের সংস্কৃতি শর্মা, যিনি মিসেস ইন্ডিয়া ইউএসএ এবং ওয়াশিংটনের অর্শিতা কাঠপালিয়া, যিনি মিস টিন ইন্ডিয়া ইউএসএ নির্বাচিত হন। মুকুট পরানোর দায়িত্বে ছিলেন গত বছরের বিজয়ীরা রিজুল মাইনি এবং স্নেহা নাম্বিয়ার।

প্রতিযোগিতার ফলাফলে, মিস ইন্ডিয়া ইউএসএ বিভাগে ইলিনয়ের নীরালি দেশীয় প্রথম রানারআপ এবং নিউ জার্সির মানিনী প্যাটেল দ্বিতীয় রানারআপ হন। মিসেস ইন্ডিয়া ইউএসএ বিভাগে ভার্জিনিয়ার সপনা মিশ্রা ও কনেকটিকাটের চিন্ময়ে আয়াচিত যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ হন। টিন বিভাগেও প্রতিযোগিতা ছিল দারুণ জমজমাট। রোড আইল্যান্ডের ধৃতি প্যাটেল প্রথম রানারআপ এবং সোনালি শর্মা দ্বিতীয় রানার-আপের খেতাব জয় করেন।

এই প্রতিযোগিতায় ২৫টি রাজ্য থেকে ৪৭ জন প্রতিযোগী অংশ নেন। তিনটি বিভাগে তাদের প্রতিভা আর সৌন্দর্যের মেলবন্ধনে মাতিয়ে রাখেন সবাইকে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন মিস ইন্ডিয়া ইউএসএ | যুক্তরাষ্ট্র | মুকুট জয়