আন্তর্জাতিক

হোঁচট খেলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

জো বাইডেনকে হোঁচট খাওয়া নিয়ে যিনি হাসতে হাসতে হাঁসফাঁস, এবার সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই সিঁড়িতে পড়ে গেলেন “বাইডেন-ফাঁদে”!

রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য বিমানে উঠছিলেন ট্রাম্প। সিঁড়িতে পা রাখতেই হঠাৎই ঘটে এ বিপত্তি। বিমানের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে হোঁচট খান ট্রাম্প। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। 

কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ট্রাম্পের পরপরই হোঁচট খেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিমানের সিঁড়ি যেন হঠাৎ করে "স্লিপারি র‍্যাম্প" হয়ে উঠেছে!

সেই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই ছড়িয়ে পড়ে ঝড়ের বেগে—টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক—সব জায়গায় ভাইরাল “ট্রাম্প টান”!

দুইজনের এমন মুহূর্ত একসঙ্গে ভাইরাল হয়ে উঠেছে অনলাইনে।

এই ঘটনা ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টি তুলনা করছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের পুরোনো হোঁচট খাওয়ার ঘটনার সঙ্গে, যেগুলো নিয়ে ট্রাম্প বহুবার প্রকাশ্যে বিদ্রূপ করেছিলেন। এবার নিজেই একই পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ।

নেটিজেনরা বলছেন, “বাইডেন তো কমপক্ষে বয়সের কারণে পড়ে যান, ট্রাম্পের হোঁচটটা ছিলো কিসের ইঙ্গিত?”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #জো বাইডেন #হোঁচট