কানাডার অন্টারিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ( ৮ জুন ) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুজ্জামান গুড্ডু ও আব্দুল্লাহিল রাকিব। গুড্ডু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন। আর রাকিব বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দুজনে সম্পর্কে তারা বন্ধু।
বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবীর কুমার দে জানিয়েছেন, দুপুর তিনটার দিকে কাওয়ার্থা লেক এলাকায় সাইফুজ্জামান এবং তাঁর বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলে ক্যানো (নৌকা) নিয়ে হ্রদে নামেন। হঠাৎ বাতাসে নৌকাটি উল্টে যায়। এতে রাকিব ও সাইফুজ্জামান নিহত হন। স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম তাদের মরদেহ উদ্ধার করে।