ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এক দিনেই মারা গেছে ছয়জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (০৮ জুন) জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই হিসেবে সব মিলিয়ে ছয় হাজার ১৩৩ জন কোভিড রোগীর সনাক্ত হয়েছে।
দেশটিতে দুই সপ্তাহ আগে ২২ মে কোভিড রোগী ছিল ২৫৭ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। এরপরে রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। তাদের বেশিরভাগের করোনা রোগী ধরা পড়েছে সর্দিজ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষায়।
টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে।