বিনোদন

আমির খানের মা জিনাতের বলিউডে অভিষেক

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এবার সেই মিস্টার পারফেকশনিস্টের মা জিনাতকে দেখা যাবে 'সিতারে জামিন পার' সিনেমায়। আর এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখতে যাচ্ছেন। ৯০ বছর বয়সী আমির খানের মা’র সাথে বোন নিখাত খানও সহশিল্পী হিসেবে যোগ দেবেন।  

সম্প্রতি এ ব্যাপারে আমির খান মুম্বাইতে এক সাক্ষাৎকারে জানান, তার মা সাধারণত সিনেমার শুটিং সেটে যান না, কিন্তু ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং চলাকালে একদিন তিনি আমিরের সঙ্গে সেটে যান। সেদিন একটি বিয়ের গানের দৃশ্যের শুটিং চলছিল।

আমির খান আরও জানান, এ সিনেমায় অভিনয় করার জন্য মায়ের কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু শুটিংয়ের সময় সিনেমার পরিচালক তাকে বলেন, গানটির সময় আপনি অতিথি চরিত্রে উপস্থিত হতে পারেন। প্রথমে মা রাজি না হলেও পরে তাকে বোঝানো হয় এবং তিনি রাজি হয়ে যান। 

এরপর জিনাতকে সিনেমার ঐ বিয়ের গানের দৃশ্যেই দেখা যাবে।

এছাড়া, এই সিনেমাটিতে আমির খানের বিপরীতে জেনেলিয়া দেশমুখ এবং নিখাত খানও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ২০ জুন ‘সিতারে জামিন পার’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির খান #পারফেকশনিস্টের মা