আন্তর্জাতিক

সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান সিনওয়ারের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

গাজার খান ইউনিস এলাকায় থাকা সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ায়ের মরদেহ উদ্ধার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

রোববার ইসরাইলের সামরিক বাহিনী, আইডিএফ এক বিবৃতিতে জানায়, তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে মোহাম্মদ সিনওয়ারের পরিচয় নিশ্চিত করেছেন। মোহাম্মদ সিনওয়ায়ের পাশাপাশি হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সাবানেহের মরদেহ পাওয়ার কথা জানিয়েছে আইডিএফ। 

গেলো ১৩ মে ইসরাইলের বিমান হামলায় নিহত হন মোহাম্মদ সিনওয়ার, যিনি হামাসের আরেক নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। গেলো বছরের অক্টোবরে ইসরাইলি হামলায় প্রাণ হারান ইয়াহিয়া সিনওয়ার।   

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন #হামাস #সিনওয়ার