আন্তর্জাতিক

গাজায় হামাসের শীর্ষ কর্মকর্তাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সোমবার (১২ জানুয়ারি) দক্ষিণ গাজা উপত্যকায় হামাস পুলিশের এক উর্ধতন কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইল-সমর্থিত একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী।

হামাস অভিযোগ করেছে ইসরাইলের সহযোগীরা এইহত্যাকান্ড ঘটিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, খান ইউনিস শহরে একটি চলন্ত গাড়ি থেকে গুলি করে মাহমুদ আল-আস্তাল নামে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তিনি খান ইউনিসে অপরাধ তদন্ত পুলিশের প্রধান ছিলেন।

হামাস বিরোধী একটি গোষ্ঠীর নেতা হুসাম আল-আস্তাল এ হত্যার দায় স্বীকার করেছেন। তিনি ফেসবুকে ভিডিও বার্তায় বলেছেন, ‘হামাসের সঙ্গে কাজ করলে পরিণতি হবে মৃত্যু।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ গাজা উপত্যকা #হামাস পুলিশ #উর্ধতন কর্মকর্তা #হত্যা