ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। কয়েক দিনে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় চার ডলার বেড়েছে। এই দাম গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৬৪ ডলার ১৫ সেন্ট হয়েছে।
একই সঙ্গে মার্কিন তেলের মানদন্ডের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৫৯ ডলার ৭৮ সেন্ট হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ ইরান। অবশ্য তেলের বাজারের এই অস্থিরতার পেছনে ভেনেজুয়েলা এবং ইউক্রেন পরিস্থিতিরও ভূমিকা আছে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসএইচ//