ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নেপথ্যে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ কলকাঠি নাড়ছে। এমন অভিযোগ করে তুরস্ক জানিয়েছে, ইরানের এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তেহরানের শাসন ব্যবস্থাকে উৎখাতের চেষ্টা করছে ইসরাইল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন বক্তব্যে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।
ফিদান বলেছেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে সরাসরি ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উসকানি দিচ্ছে।
উল্লেখ্য, সিরিয়া বা ইরাক ইস্যুতে তুরস্ক ও ইরানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ইরানের সার্বভৌমত্ব রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তুরস্ক।
এসএইচ//