আন্তর্জাতিক

এক লাখের বেশি ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্রের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার  এক বছরে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভিসা বাতিলের সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জননিরাপত্তার জন্য হুমকি ব্যক্তিদের চিহ্নিত করতেই এই ভিসা বাতিল করা হয়েছে।

অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, অপরাধ দমনের নামে অনেক নিরপরাধ মানুষকেও দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমেরিকার ভিসা পাওয়া কোনো অধিকার নয়। এটি একটি সুযোগ। আমেরিকার আইন অমান্য করলে  কেড়ে নেয়া হবে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ভিসা বাতিল #এক লাখ ভিসা #সর্বোচ্চ রেকর্ড