বিনোদন

৩০ বছরে ‘রঙ্গিলা’, মনে আছে সেই ঊর্মিলাকে !

বিনোদন ডেস্ক

১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া রাম গোপাল ভার্মার ‘রঙ্গিলা’ আজ ৩০ বছর পূর্ণ করল। নব্বই দশকের এই সিনেমা শুধু গান বা অভিনয় নয়, গল্প, আবেগ ও নির্মাণের সঙ্গে মিলিয়ে হয়ে উঠেছিল এক পূর্ণ উদযাপন। সিনেমার বিখ্যাত ‘তানহা তানহা’ গানটি এখনও দর্শকের মনে সমানভাবে তাজা।

সিনেমার ৩০ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ঊর্মিলা মাতন্ডকর। সেখানে দেখা গেছে, ৫১ বছর বয়সেও তিনি ‘রঙ্গিলা রে’ গানের তালে নাচছেন। পোস্টে তিনি লিখেছেন, “এটা কখনোই শুধু একটি সিনেমা ছিল না। এটা ছিল আনন্দ, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, সৌন্দর্য, উদ্দীপনা, স্নেহ, প্রশংসা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং জয়ের গল্প। সবচেয়ে বড় কথা, এটি জীবনের এক মহা উদযাপন।”

ঊর্মিলা আরও লিখেছেন, প্রতিটি গান কেবল গান নয়, বরং এক উদযাপন, যেখানে আছে ভারতীয় সাহিত্য ও কবিতার আবেগ। এক সরল কিশোরী রুপালি পর্দায় পা রাখে, তার নিষ্কলুষতা দিয়ে দর্শকের হৃদয় জয় করে নেয়।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ত্রিশ বছর আগে আজকের দিনে ‘রঙ্গিলা’ আপনাদের সবার সিনেমা হয়ে উঠেছিল। আজও এর জাদু আপনাদের সেই মুহূর্তে ফিরিয়ে নিতে পারে যখন হাসি, উল্লাস ও প্রেমে ভাসছিলেন। এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা যে সম্মান দেখিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

সিনেমার কাহিনী আবর্তিত হয় নায়িকা মিলির (ঊর্মিলা) স্বপ্নের চারপাশে। মুনা (আমির খান) এবং জনপ্রিয় নায়ক রাজ কামাল (জ্যাকি শ্রফ) দুজনই মিলিকে ভালোবাসে। নায়িকা হওয়ার স্বপ্ন ধরে সে ধাপে ধাপে এগোয়। ছবির গানগুলোর সুরকার ছিলেন এ আর রাহমান, যা আজও সমান জনপ্রিয়।

‘তানহা তানহা ইয়াহা পে জিনা’ গান মুক্তির সঙ্গে সঙ্গেই ঊর্মিলার আবেদনময়ী উপস্থিতির কারণে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিল। কয়েক বছর আগে জি কমেডি শোতে অতিথি হয়ে ঊর্মিলা শেয়ার করেছিলেন শুটিং সংক্রান্ত মজার ঘটনা। তিনি জানান, সমুদ্রতলের সেই দৃশ্যে আসলে তিনি পরেছিলেন জ্যাকি শ্রফের গেঞ্জি। ঊর্মিলা বলেন, কেউ জানে না, কিন্তু ‘তানহা তানহা’ গানে আমি জ্যাকির গেঞ্জি পরেছিলাম। সত্যি বলতে, দারুণ মজা হয়েছিল।

তিনি আরও স্মরণ করেন, গানের দৃশ্যে আমরা নতুনত্ব আনতে চেয়েছিলাম। জ্যাকি হঠাৎ প্রস্তাব দিল, আমি ওর গেঞ্জি পরি। প্রথমে একটু দ্বিধা ছিল, তবে শেষে সব ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে রাজি হয়ে গেলাম। পরে প্রচুর প্রশংসা ও ভালোবাসা পেয়েছি। তাই সব দিক দিয়ে এটি আমার জন্য দারুণভাবে শেষ হয়েছিল।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রঙ্গিলা #রাম গোপাল ভার্মা #ঊর্মিলা মাতন্ডকর