বিনোদন

২০২৪ সাল যেন বিচ্ছেদের বছর!

বিনোদন ডেস্ক

ছবি: ফ্রীপিক

২০২৪ সাল যেন বিচ্ছেদের বছর! বলিউড থেকে শুরু করে খেলার দুনিয়া সব জায়গায় সম্পর্ক ভাঙনের একের পর এক ঘটনা। চলুন এক নজরে দেখি এই বছরের কিছু উল্লেখযোগ্য বিচ্ছেদের গল্প।

প্রথমেই মালাইকা অরোরা আর অর্জুন কাপূর। পাঁচ বছরের সম্পর্কের পর জুন মাসে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে তারা কিছুই বলেননি। তবে ভক্তদের মন ভেঙেছে নিঃসন্দেহে।

এরপর এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর ২৯ বছরের দাম্পত্যেও আসে ছন্দপতন। বনিবনার অভাব আর তিক্ততার কারণে তারা আলাদা হন। তবে এখনও তাদের মধ্যে টান রয়েছে বলে জানা গেছে। ভক্তরা আশায় আছেন, হয়তো নতুন বছরে সম্পর্ক আবার জোড়া লাগবে।

অনন্যা পান্ডে ও আদিত্য রয় কাপূরের দুই বছরের প্রেমেও ইতি পড়ে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনন্যা বেশ কিছু সময় ভেঙে পড়েছিলেন। তবে শোনা যায়, অম্বানীদের এক বিয়েতে তিনি নতুন প্রেম খুঁজে পেয়েছেন।

ক্রিকেটার হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদও অনেককে চমকে দেয়। ছেলের দায়িত্ব নিয়ে নাতাশা আপাতত নিজের কাজে মন দিয়েছেন। হার্দিকের আত্মকেন্দ্রিক স্বভাবকেই বিচ্ছেদের কারণ হিসেবে মনে করা হচ্ছে।

মল্লিকা শেরাওয়াতের আট বছরের সম্পর্কও শেষ হয় এই বছরে। তিনি নিজেই স্বীকার করেন, একা থাকার অভিজ্ঞতা কঠিন। এখন নতুন সম্পর্কের কথা ভাবছেন না অভিনেত্রী।

এষা দেওল ও ভরত তখতানির ১২ বছরের সাজানো সংসারেও ভাঙন ধরে। শোনা যায়, ভরতের পরকীয়াই বিচ্ছেদের কারণ। তারা যৌথভাবে জানিয়েছেন, সন্তানদের ভালোর জন্য শান্তিপূর্ণভাবে আলাদা হয়েছেন।

ধানুশ ও ঐশ্বরিয়ার ১৮ বছরের দাম্পত্যের ইতি ঘটে নভেম্বরে। তারা জানিয়েছেন, সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখতে আলাদা হয়েছেন। তবে সন্তানদের দেখভাল একসঙ্গে করবেন তারা।

অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের আট বছরের বিবাহেও বিচ্ছেদ আসে। স্বামী মহসিন আখতারের সঙ্গে আইনি লড়াইয়ের পথে এগোতে হয়েছে তাকে।

জেডএস/ 

সালতামামি ২০২৪

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউড | বিচ্ছেদ