মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র হলিউডকে বলা হয়ে থাকে বিশ্ব চলচ্চিত্রের আঁতুড়ঘর। বিশ্ব সিনেমার সবচেয়ে বড় এই ইন্ডাস্ট্রিতে বছরজুড়ে হাজারো কোটি টাকার সিনেমা নির্মিত হয়।
আবার সেই লগ্নি কয়েকগুণ লাভসহ উঠে আসে।
সময়ের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালটিও বেশ কয়েকজন বিখ্যাত ও উদীয়মান তারকাকে হারিয়েছে হলিউড। তাদের মৃত্যুতে ২০২৪ ছিল হলিউডের জন্য শোকের বছর।
ক্রিশ্চিয়ান অলিভারের মৃত্যু: হলিউডে বছরটা শুরু হয়েছিল অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের মৃত্যুতে শোকের চাদরে ঢাকা পড়ে।
'স্পিড রেসার' ও 'ভালকিরি' সিনেমার অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ৫ জানুয়ারি ক্যারিবিয়ান সাগরে বিমান দুর্ঘটনায় নিহত হন।
তার সঙ্গে মারা যায় তার দুই কন্যা ১০ বছরের মাদিতা ও ১২ বছরের আনিক। বছরের শুরুতেই এমন একটি ঘটনা হলিউডে শোকের মিছিল নামিয়েছিল।
শ্যানেন ডোহার্টি: এবছরই মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানেন হলিউড অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। গেলো ১৩ জুলাই ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ভার্সেটাইল অভিনেত্রী।
‘বেভারলি হিলস’সহ বেশ কিছু কাজের জন্য বিখ্যাত হন শ্যানেন ডোহার্টি।
নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস নাইন জিরো টু জিরো ওয়ান জিরোতে হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’র চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।
২০০২ এবং ২০০৩ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর ‘দ্য রেন্ডারিং’ এবং ‘ভিউ অব টেরর’ সিনেমাটি।
জোসেফ মিক: মাত্র ১৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হলিউডের তরুণ অভিনেতা জোসেফ মিক।
গেলো ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আলাবামার ভেস্তাভিয়া হিলস এলাকায় চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়।
মাত্র ৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু হয় জোসেফ মিকের। ২০১৭ সালে এডগার রাইট পরিচালিত “বেবি ড্রাইভার” সিনেমায় নজর কাড়েন।
এছাড়া তিনি জনপ্রিয় টেলিভিশন সিরিজ “ম্যাকগাইভার” রিবুট সিরিজেও অভিনয় করেন।
অলিভিয়া হাসি: এবছরই পরপারে পাড়ি জমান হলিউডের বিখ্যাত অভিনেত্রী অলিভিয়া হাসি। গেলো ২৭ ডিসেম্বর প্রিয়জনদের পাশে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এই অভিনেত্রী।
১৯৬৮ সালে "রোমিও অ্যান্ড জুলিয়েট" সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন অলিভিয়া।
১৯৭৭ সালে ‘জিজাস অফ নাজারেথ’ সিরিজে মেরি চরিত্রে এবং ২০০৩ সালে ‘মাদার তেরেসা অফ ক্যালকাটা’ ছবিতে
মাদার তেরেসা চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে ওঠেন।
ওয়েন নর্থরপ: গেলো ২ ডিসেম্বর হলিউড হারায় প্রবীণ অভিনেতা ওয়েন নর্থরপকে।
বার্ধক্যজনিত কারণে ৭৭ বছর বয়সে মারা যান হলিউডের এই সুপারস্টার। ডেজ অফ আওয়ার লাইভস’ সিরিজে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এবং মাঝে
কয়েক বছরের বিরতি কাটিয়ে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রোমান ব্র্যাডি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে তারকা খ্যাতি লাভ করেন ওয়েন নর্থরপ।
জেনা রোলান্ডস: এবছর হলিউড হারায় আরেক কিংবদন্তী অভিনেত্রী জেনা রোলান্ডসকে। ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ায় নিজ বাসা মৃত্যুবরণ করেন ৯৪ বছর বয়সী এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন তিনবার এমিজয়ী অভিনেত্রী জেনা।
গত শতকের পঞ্চাশের দশকে মঞ্চ ও টেলিভিশনে ক্যারিয়ার শুরুর পর চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে।
এর মধ্যে ‘আ উইমেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ ও ‘গ্লোরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন জেনা রোলান্ডস।
মার্টিন মুল: হলিউডের ডাকসাইটে অভিনেতা ও কমেডিয়ান মার্টিন মূল মৃত্যুবরণ করেন এবছরই।
গেলো জুনের শেষের দিক বার্ধক্যজনিত রোগে ৮০ বছর বয়সী এই ভার্সেটাইল অভিনেতার মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘সাবরিনা: দ্য টিনএজ উইচ’ ও ‘রোজান’-এ অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত মার্টিন মূল।
সংগীতে ক্যারিয়ার শুরু করলেও ১৯৭৬ সালে ‘মেরি হার্টম্যান, মেরি হার্টম্যান’ সোপ অপেরার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে মার্টিন মুলের।
চান্স পারডোমো: মাত্র ২৭ বছর বয়সে প্রাণ হারান ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ খ্যাত অভিনেতা চান্স পারডোমো।
চলতি বছরের ৩০ মার্চ মোটরবাইক দুর্ঘটনায় নিহত হন তিনি। প্রথমদিকে আইনজীবী হওয়ার ইচ্ছে থাকলেও পরে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বেশ কয়েকটি সিনেমায় নজরকাড়া অভিনয় করেছিলেন এই তরুণ অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ছিল গোটা হলিউড।
এছাড়া, বব নিউহার্ট, জেমস আর্ল জোনস, টনি টড, এরিকা অ্যাশ,. নাওমি পমেরয়, মানদিসা, রিচার্ড লিউইশসহ এক ঝাঁক তারকা খসে পড়ে হলিউডের আকাশ থেকে।
এমআর//