অভিবাসনবিরোধী তল্লাশির জেরে তৃতীয় দিনেও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থল। এদিন যানবাহনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সারারাত অস্থিরতা চলেছে। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ জানিয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অভিযোগ করছেন, সিক্সথ স্ট্রিট এবং ব্রডওয়ে এলাকায় দোকান লুট হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।
পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েন করা ন্যাশনাল গার্ড ইউনিটগুলো বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘লস অ্যাঞ্জেলসে পরিস্থিতি সত্যিই খারাপের দিকে যাচ্ছে। প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে।’
তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি।