আন্তর্জাতিক

ইরান ইসরাইল সংঘাত : কূটনৈতিকভাবে সমাধান চায় যুক্তরাজ্য

ইরানে সামরিক হামলায় অংশগ্রহণে উদ্বিগ্ন যুক্তরাজ্যের সংসদ সদস্যরা

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইলের চলমান সংঘাতে "আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে আমরা দৃঢ়ভাবে কূটনৈতিক পথ অবলম্বন করছি।

ইরান- ইসরাইল যুদ্ধ সম্পর্কে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার তিনি আরও বলেছেন, "যুক্তরাজ্য সরকার ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে"। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বৈঠকে তিনি এসব কথা বলেন। 

এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে জরুরি কেবিনেট কমিটি বৈঠক করেছেন। বৈঠকে ইসরাইল ও ইরানের সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এসময় সব পক্ষকে শান্তি ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানান স্টারমার।  তিনি ইসরাইলের আত্মরক্ষার অধিকার স্বীকার করে সংঘাত যাতে না বাড়ে  সেলক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। 

এদিকে, যুক্তরাজ্যের সংসদ সদস্যরা ইরানে সামরিক হামলায় অংশগ্রহণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। কিছু এমপি সরকারের কাছে এই বিষয়ে সংসদীয় অনুমোদন চেয়েছেন। তবে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে সশস্ত্র বাহিনীর মোতায়েন একটি রাজকীয় অধিকার, সংসদীয় অনুমোদনের আইনি বাধ্যবাধকতা নেই।" 

এই পরিস্থিতিতে, যুক্তরাজ্য সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #চলমান সংঘাত