১২ দল নিয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।
যেখানে গ্রুপ–১ এ তে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ। গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি দল বাছাইপর্ব থেকে যুক্ত হবে।
টুর্নামেন্টটি শুরু হবে ১২ জুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। পরদিন কিউই মেয়েরা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। ১৪ জুন হবে আসরের অন্যতম হাইভোল্টেজ লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান।