স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন। চিকিৎসা শেষে লন্ডন থেকে আসার পর এই প্রথম তিনি এভার কেয়ার হাসপাতালের গেলেন।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে ৭টা ৪৭ মিনিটে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সর্বশেষ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর। হাসপাতাল থেকে বাসায় আসেন ১৮ সেপ্টেম্বর। এ বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ঢাকায় ফিরছেন গত ৬ মে।
আই/এ