২৩তম মিনিটে সতীর্থের নেওয়া শট থেকে ফিরতি বল জালে পাঠিয়ে প্রথম গোল করেন আর্লিং হলান্ড। ৩৭তম মিনিটে উড়ে আসা বল হেড করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ২৪ বছর বয়সী হলান্ডের এটি ছিলো ২৫তম হ্যাটট্রিক। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর প্রায়ই দেখা যায় তার হ্যাট্রিক। ইংলিশ ক্লাবটির হয়ে মোট ১১ টি হ্যাট্রিক করেছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে হ্যাট্রিক করে হলান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন নরওয়ের জন্য।
অবশ্য উয়েফা নেশন লিগে কাজাখস্তানের বিপক্ষে করা হ্যাট্রিকটিই নরওয়ের হয়ে হলান্ডের প্রথম নয়। এর আগেও জাতীয় দলের হয়ে তিনটি হ্যাট্রিক করেছেন তিনি।
এছাড়াও সালসবুর্কের হয়ে পাঁচটি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চারটি ও মোল্ডার হয়ে একটি হ্যাট্রিক করেছেন হলান্ড।
জাতীয় দলে ৩৯ ম্যাচ খেলে হলান্ডের মোট গোল সংখ্যা এখন ৩৮টি। চলতি নেশন্স লিগে এখন পর্যন্ত সাত গোল করে অবস্থান করছেন তালিকার শীর্ষে।