উয়েফা নেশনস লিগে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এতে করে লিগ ‘এ’ এর গ্রুপ-২ এ শীর্ষে উঠেছে দলটি। ইতালি ও ফ্রান্স- দুই দলেরই এরমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে।
এর আগে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরে মাটিতে ৩-১ ব্যবধানে ইতালির বিপক্ষে পরাজিত হয়েছিল ফ্রান্স।
ফরাসিদের এই জয় অনেকটা ‘প্রতিশোধ’ এর। ইতালির ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের শুরুর দুই মিনিতেই গোল দিয়ে বসেন আদ্রিয়েঁ রাবিওর। এরপর ৩৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে ইতালি। এর ঠিক পরেই ৩৫ মিনিটে আন্দ্রেয়া কাম্বিয়াসোর গোলে অনেকখানি স্বস্তি খুঁজে পায় স্বাগতিকরা।
বিরতির পর ৬৫ মিনিটে গিয়ে ব্যক্তিগতভাবে দ্বিতীয় ফ্রান্সের তৃতীয় গোলটি করেন রাবিও। আর এতেই ফ্রান্সের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
৬ ম্যাচ শেষে ফ্রান্স ও ইতালি সমান ১৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফরাসিদের অবস্থান শীর্ষে।
এরমধ্যে আলাদা ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ইসরাইল। আর্লিং হল্ডান্ডের হ্যাটট্রিকে কাজাখস্তানকে ৫-০ গোলে পরাজিত করেছে নরওয়ে। অন্য ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
এম এইচ//