ফুটবল

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ আজ

স্প্যানিশ লা লিগায় আজ শনিবার (২৬ অক্টোবর) মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।  ইতিহাস, ঐতিহ্য আর মর্যাদার লড়াইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে দুই দলই।  সব শেষ চ্যাম্পিয়ন লিগের ম্যাচে দুই দলই উড়িয়ে দিয়েছে জার্মানির দুই শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডকে। 

ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-২ ব্যবধানের জয় তুলে নেয় রেয়াল। সেই ম্যাচে চমৎকার এক হ্যাটট্রিক পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

আর বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। সেই ম্যাচে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া দারুণ হ্যাটট্রিক করেন কাতালান ক্লাবটির হয়ে। কাজেই বলাই যায় এবারের ‘এল ক্লাসিকোয়’ লড়াই দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস ও রাফিনিয়ার মধ্যেও। 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন এল ক্লাসিকো | মৌসুমের