ফুটবল

শ্বাসরুদ্ধ অতিরিক্ত সময়, কর্তোয়া বাঁচালো রিয়ালকে!

দুই গার্সিয়ার গোলে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ।  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যোগ করা ৫ মিনিটে শুরু হলো এক ঝড়।  ৯২ মিনিটে একটি গোল শোধ করে রোমাঞ্চ বাড়ান মাক্সিমিলিয়ান পরক্ষণেই ওভারহেড কিকে আবারও ২ গোলের লিড বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপে।  গোল করে দিয়াগো জোতাকে স্মরণ করেন এই ফ্রান্স তারকা।

নাটকীয়তার আরও লম্বা হয় এরপর।  পরের মিনিটে ডি-বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ডিন হাউসেন।  পেনাল্টি থেকে আবার ব্যবধান কমায় ডর্টমুন্ড।

একেবারে অন্তিম মুহূর্তে ১০ জনের দলের বিপক্ষে প্রায় সমতাতেই ফিরছিলো বরুশিয়া ডর্টমুন্ড।  তবে থিবো কর্তোয়ার দারুণ এক সেভ করে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে তোলে রিয়ালকে।

 

এর আগের ম্যাচে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি। সেই ম্যাচের শেষ দিকেও ছিলো নাটকীয়তায় ঠাসা।  ম্যাচের শেষ দিকে দুটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় ফরাসি ক্লাবটি। তবুও তাদের থামাতে পারেনি বায়ার্ন।  পিএসজি হয়ে গোল করেন দেজিরে দুয়ে ও উসমান দেম্বলে। 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিয়াল