দেশজুড়ে

পাহাড়ে ডাকাতদলের সঙ্গে যৌথবাহিনীর বন্দুকযুদ্ধ, অপহৃত ব্যক্তি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সশস্ত্র ডাকাত দলের সঙ্গে কোস্ট গার্ড ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে শনিবার (০৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

রোববার (০৬ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে। খবর পেয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন ও পুলিশের যৌথ দল অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলি ছোড়ে। 

পরে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে গেলে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি ৯ এমএম পিস্তল, ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে।

অভিযান শেষে অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #টেকনাফ #বন্দুকযুদ্ধ