কমেছে সবজির দাম

বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গেলো সপ্তাহের তুলনায় কমেছে অধিকাংশ সবজির দাম । তবে, দুই-একটি সবজির দাম নতুন করে বেড়েছে। দাম বাড়া সবজিগুলোর মধ্যে আছে লাউ আর কচুর মুখি। এই দুই সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

আজ শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০-৩৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, টমেটো ১১০-১২০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, শসা ৫৫ টাকা, গাজর ১২০ টাকা, ধুন্দল ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেড়ে বর্তমানে কচুর মুখি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা। এছাড়া প্রকারভেদে প্রতি আটি শাক বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। তবে লাউয়ের শাক প্রতি আটি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

চাহিদা অনুযায়ী সরবরাহ থাকায় বাজারে কমেছে সব ধরনের শাকের দাম। ব্যবসায়ীরা বলছেন, আগে সব ধরনের শাকের আটি প্রতি ২০ টাকা ২৫ টাকা দরে বিক্রি হতো। এখন সেগুলো ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ টাকা কমে ডাটা শাকের দাম ১৫ টাকা। শুধুমাত্র বেড়েছে ৫ টাকা বেড়েছে লাউয়ের শাকের দাম।

তবে বাজারে সবজির দাম কমলেও আটা-ময়দা, চিনি, মসুর ডাল বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। খুব বেশি হের-ফের হয়নি চালের দামেও।

মির্জা রুমন

Recommended For You