ক্রিকেট

চতুর্থ ম্যাচেও বড় হার বাংলাদেশের মেয়েদের

চতুর্থ ম্যাচেও বড় হার বাংলাদেশের মেয়েদের
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচেও ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা। সিলেটে বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা খেলায় ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা থেমেছে ৬৮ রানেই। ৫৬ রানের বড় জয়ে ভারত এগিয়ে গেছে ৪-০ ব্যবধানে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বলে ১ রান করে আউট হন মুর্শিদা খাতুন। আরেক ওপেনার দিলারা ফিরে যান ২৫ বলে করেছেন ২১ রান। তিনে নেমে ১৭ বলে ১৩ রান করেন রুবিয়া হায়দার। এছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটার তেমন রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ১৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেফালি ভার্মাকে ২ রানে ফিরিয়ে দেন শরিফা খাতুন। এরপর দায়ালান হেমালাথাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে স্মৃতি মানন্ধানা। তবে পাওয়ার প্লেতে শেষ না হতে মাঠে হানা দেয় বৃষ্টি। এতে কাটা পড়ে ম্যাচের ৬ ওভার। বৃষ্টির পর খেলা শুরু হলে ১৪ বলে ২২ রান আউট হন হেমালাথা, ১৮ বলে ২২ রান করে তাকে সঙ্গ দেন স্মৃতি মান্ধানা। এরপর রিচা ঘোষকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক হারমনপ্রীত কৌর। শেষ দিকে রিচা (২৪), হারমনপ্রীত (৩৯) এবং পূজা ভাস্তাকার ১ রান করে আউট হলে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের সংগ্রহ পায় ভারত।   এস

এ সম্পর্কিত আরও পড়ুন চতুর্থ | ম্যাচেও | বড় | হার | বাংলাদেশের | মেয়েদের