Connect with us

ফুটবল

কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

Avatar of author

Published

on

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরু হতে এখনো ১.৫ মাসের মতো বাকি আছে। স্কোয়াডে সুযোগ হয়নি মিডফিল্ডার ক্যাসিমিরোর। এছাড়াও বাদ পড়েছেন অ্যান্টোনি, রিচার্লিসন। চোটের কারণে এবারের আসর খেলা হচ্ছে না নেইমারের। বাকি সদস্যরা নিয়মিত ও অনুমেয়।

কোচ দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হলো সবার আগে। ২৩ সদস্যের স্কোয়াডে ক্যাসিমিরোর না থাকা কিছুটা বিস্ময়ের। অভিষেক হয়নি এমন দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি হয়েছে। তাঁরা হচ্ছেন ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা এবং ফরোওয়ার্ড এভানিলসন।

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার এবারের আসর। জুনের শুরুতে দুই-একটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।

 

ব্রাজিল স্কোয়াড :

Advertisement

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডারসন, বেনতো

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, গুয়েলহারমে অ্যারেনা , ওয়েনডেল, বেরাল্ডো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

মিডফিল্ডার– আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড- এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র

 

Advertisement

এম/এইচ

Advertisement

ফুটবল

এবারও নেপালে হবে সাফ নারী চ্যাম্পিয়নশীপ

Published

on

এবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে নেপালে।  কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭-৩০ অক্টোবর সাফ নারী চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ জুন) সাফের কম্পিটিশন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল নেপালে, ২০২২ সালে।  সেবার ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  যদিও এবার বাফুফে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী ছিল।  স্টেডিয়াম সংকটে শেষ পর্যন্ত পারেনি।

সভায় সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র ফরম্যাটও অনুমোদন হয়েছে। ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেস শেষে নারী সাফের পাশাপাশি আরো দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।

 

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মাদ্রিদে যাওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন এমবাপ্পের

Published

on

প্যারিস সেন্ট জার্মেই- এর সাথে সম্পর্ক শেষ হয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পের। এখন সময় নতুন গন্তব্যে যাওয়ার। ফরাসি ক্লাব ছেড়ে কোথায় যাবেন এই ফ্রান্সের তারকা, তা অনেকটা অনুমেয় হয়েই ছিল। রিয়াল মাদ্রিদের সাথে ইতোমধ্যে সকল চুক্তি সেরেও ফেলেছেন। এখন কেবল ক্লাব থেকে একটি ঘোষণা দেওয়ার পালা।

রোববার (২ জুন) ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন পুরোপুরিভাবে। মাদ্রিদের সাথে সকল আনুষ্ঠানিকতা, কাগজপত্র বিনিময় সম্পন্ন হয়েছে এমবাপ্পের।

রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সব কিছু তৈরি। চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল মাদ্রিদ এমবাপ্পের সাথে চুক্তি করতে যাচ্ছে আগামী সপ্তাহে। সব কাগজপত্র সম্পন্ন হয়েছে। এমবাপ্পে ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর সে আনুষ্ঠানিকভাবে সকল বিষয় শেষ করে বড় এক ধাপের দিকে এগিয়ে যাচ্ছে।‘

শনিবার (১ জুন) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম বারের মতো শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে মাদ্রিদে যাওয়া মানে, ক্লাবটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠা।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মায়ামিকে বাঁচাল ভিএআর

Published

on

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সেন্ট লুইসের বিপক্ষে মায়ামি ৩-২ গোলে পিছিয়ে। এমন অবস্থায় ইউলিয়ান গ্রেসেলের লম্বা পাস থেকে সেন্ট লুইসের জালে বল পাঠান বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা। সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে ওঠে চেজ স্টেডিয়ামের গ্যালারি।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামির করা সেই উচ্ছ্বাস মুহূর্তেই থেমে যায়। কারণ, সহকারী রেফারি যে পতাকা তুলে অফসাইডের সংকেত দেন। কিন্তু মূল রেফারি ভিএআরের সাহায্য নেন।

মনিটরে দেখা যায়, আলবা অফসাইড নন। গোলের বাঁশি বাজান রেফারি। আবার উচ্ছ্বাসে ভাসে মায়ামির গ্যালারি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এর আগে ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। তার ১০ মিনিট পর সমতায় ফেরান মেসি। ৪১ মিনিটে আবার মায়ামি পিছিয়ে পড়লে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের সমতা আনেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে তাঁরই আত্মঘাতী গোলে ৩-২-এ পিছিয়ে আবারও পিছিয়ে পড়ে মায়ামি।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত