Connect with us

খেলাধুলা

টিভিতে আজকের খেলা

Avatar of author

Published

on

খেলা

খেলা দেখতে কার না ভালো লাগে। দেখে নিই কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে-

ক্রিকেট

আইপিএল

কলকাতা নাইট রাইডার্স–মুম্বাই ইন্ডিয়ান্স

রাত ৮টা, সরাসরি: টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ২

Advertisement

ফুটবল

বিপিএল

মোহামেডান স্পোর্টিং ক্লাব–বসুন্ধরা কিংস

বিকাল ৪টা, সরাসরি: টি স্পোর্টস টিভি অ্যান্ড ডিজিটাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

Advertisement

ম্যানচেস্টার সিটি–ফুলহ্যাম

বিকাল ৫:৩০, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

টটেনহ্যাম হটস্পার–বার্নলি

রাত ৮টা, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

Advertisement

রিয়াল মাদ্রিদ–গ্রানাদা

রাত ১০:৩০, সরাসরি: স্পোর্টস ১৮, র‌্যাবিটহোল

 

কেএস/

Advertisement
Advertisement

ক্রিকেট

আমরা যদি লড়াই না করি, তা ভালো বার্তা দেবে না: হারমিত সিং

Published

on

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বড় দলকে পরাজিত করার ইতিহাস ছিল না যুক্তরাষ্ট্রের। যা মঙ্গলবারের (২১ মে) ম্যাচ শেষে হয়ে গেল। বাংলাদেশকে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। প্রেইরি ভিউ স্টেডিয়ামে সেটা এক ইতিহাস যুক্তরাষ্ট্রের জন্য। যা অলরাউন্ডার হারমিত সিংয়ের কথাতেও স্পষ্ট হয়ে যায়।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। অবস্থানটা ১৯তম স্থানে। পূর্ণ সদস্যের দেশ হিসেবে বাংলাদেশকে হারানো তাদের জন্য দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা।

হারমিতের ১৩ বলে ৩৩ রানের ইনিংস কার্যকরী ছিল বাংলাদেশের বিপক্ষে। এই অলরাউন্ডার প্রথম ম্যাচটি নিয়ে নিজের নানা বিশ্লেষণ জানিয়েছেন। পাশাপাশি আনন্দের অভিব্যক্তিও প্রকাশ পেয়েছে তার কথার মধ্য দিয়ে।

হারমিত জানান, “আপনি সবসময় এমন বড় দলের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ পাবেন না, প্রতিদিন আসবে না।”

“ছেলেরা যেভাবে অনুশীলন করেছে, এটা সবার ব্যক্তিগত দিক থেকে আসা প্রচেষ্টা। বাংলাদেশের বিপক্ষে এমন খেলা দেখানো, অনেক বড় ব্যাপার।”

Advertisement

এই অলরাউন্ডার আরো বলেছেন, “আমি ছেলেদের ম্যাচের আগে বলেছি, বাংলাদেশ দল কাগজে-কলমে ভালো কিন্তু আমরা যদি লড়াই না করি, এটা ভালো কোনো বার্তা দেবে না।”

“আমরা উইকেট সম্পর্কে জানি, এটা আমাদের ঘরের কন্ডিশন। আমরা এই মাঠ সম্পর্কে সবই জানি। এটা টি-টোয়েন্টি সংস্করণ। কয়েকটা ধাক্কা দেওয়া, আমরা তাদের পাওয়ারপ্লেতে থাকতে দিইনি।”

আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৯ ঘটিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ফেডারেশন কাপ জিতে ‘ট্রেবল’ নিশ্চিত করলো বসুন্ধরা কিংস

Published

on

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। আজ (বুধবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। উত্তেজনায় ঠাসা ছিল ম্যাচটি। দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ করেছে সমানভাবে। শেষ পর্যন্ত অনেকটা নাটকীয়ভাবেই ফল ঘুরেছে বসুন্ধরার দিকে।

বসুন্ধরার সামনে ছিল ‘ট্রেবল’ জয়ের হাতছানি। স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগ জেতার পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠার সৌভাগ্য হয় তাদের। সেই সৌভাগ্যকে কাজে কর্মে পরিণত করে দেখাল অস্কার ব্রুজেনের দল।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। তবে আক্রমণ ছিল দুই দলের পক্ষ থেকেই। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় মোহামেডানের এমানুয়েল সানডের শট চেষ্টা করেও আটকাতে পারেনি কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

এরপর অবশ্য কিংসের পক্ষ থেকে আক্রমণের চাপ বাড়ে। কিন্তু ৮০ মিনিট পেরিয়ে গেলেও কাজে লাগছিল না সেসব। মোহামেডান তখন জয়ের সুবাতাস পাচ্ছিল। কিন্তু ৮৬ মিনিটের মাথায় মিগেল দামাশেনোর দারুণ এক গোলে সমতায় পেরে বসুন্ধরা।

ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটের মাথায় বসুন্ধরার নেওয়া এক কর্নার মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন কিছুটা বাঁধা দিতে পারলেও, পুরোপুরি পারেননি। সুযোগ কাজে লাগান সুপার-সাব জাহিদ হোসেন। সামনে থেকে গোলে বল জড়িয়ে দেন।

Advertisement

এই গোল নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়। ফাউলের দাবি ছিল মোহামেডান খেলোয়াড়দের পক্ষ থেকে। শেষ পর্যন্ত মোহামেডান আর ম্যাচে সুবিধা করে নিতে পারেনি। ফলে বসুন্ধরার ঝুলিতে ঢুকেছে আরো এক শিরোপা।

মোহামেডান ১২ বার ফেডারেশন কাপ জিতেছে, অন্যদিকে আজ ২-১ এর জয়ে তৃতীয়বারের মতো এই শিরোপা জিতলো বসুন্ধরা।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি লিগ কমিয়ে, টেস্টে মনোযোগী হবেন ট্রাভিস হেড

Published

on

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ কমিয়ে দেবেন ট্রাভিস হেড। মনোযোগ বাড়াবেন টেস্ট ক্রিকেটে। সম্প্রতি আইপিএলের চলতি মৌসুমে দারুণ ব্যাটিং করেছেন হেড। তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত হয়েছে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তবে এখনো সুযোগ আছে ফাইনালে যাওয়ার। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজকের এলিমিনেটর ম্যাচ শেষে।

২০২৪ আইপিএলে এখন পর্যন্ত হায়দ্রাবাদের হয়ে ৫৩৩ রান সংগ্রহ করেছেন হেড। যেখানে অভিষেক শর্মার সাথে দারুণ জুটি হয়েছে তার। গত ১০ মাস ধরে সময়টা দারুণ কাটছে হেডের। তিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং ওডিআই বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন।

হেড বলেন, “টেস্টের পর, আমি সংস্করণ ঠিক করবো। এরপর দেখবো কোন সংস্করণের জন্য কীভাবে নিজেকে উপযুক্ত রাখতে পারি।”

“প্রতি বছর আপনি অগ্রাধিকার দিয়ে ঠিক করবেন, কী করবেন- না করবেন। পরের বছর, টেস্ট ক্রিকেট থাকবে চারপাশে। আমরা ওয়েস্ট ইন্ডিজ সফর করবো। সম্ভবত আমি খুব বেশি ফ্র্যাঞ্চাইজি খেলবো না।”

“দেখুন, কয়েক বছরের মধ্যে যখন আমার টেস্ট ক্রিকেট আর খেলা হবে না, তখন হয়তো ফ্র্যাঞ্চাইজি খেলার কিছু সুযোগ থাকবে। তবে এখন আমি হয়তো কিছু সীমিত করে, টেস্ট ক্রিকেটটায় মনোযোগ দেব।”

Advertisement

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সদস্য হেড। তাকে ওপেনার হিসেবে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত