Connect with us

দেশজুড়ে

কাস্টমস অফিসার সেজে শিক্ষিকাকে বিয়ে, ১৮ লাখ টাকা আত্মসাৎ

Avatar of author

Published

on

ফেসবুকে কাস্টমস অফিসার সেজে প্রেম করে এক শিক্ষিকাকে বিয়ে ও  তাঁর  ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছে নাজির হোসেন নামক এক ব্যক্তি। এ ঘটনায় নাজির হোসেনকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

গেলো রোববার (১২ মে) প্রতারণার মামলায় রাজশাহীর তানোর থেকে নাজিরকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।

ভুক্তভোগী জানায়, নাজির নিজেকে মোংলা বন্দরের কাস্টমস অফিসার এবং অবিবাহিত বলে পরিচয় দেয়। শিক্ষিকা তালাকপ্রাপ্ত জানার পরও বিয়ের প্রস্তাব দেয় সে। বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে  টাকা-পয়সা নিতে থাকে নাজির  । সবশেষ গেলো ৩ মার্চ জমি, পুকুর ও মোটরসাইকেল কেনার কথা বলে ৮ লাখ ৬০ হাজার টাকা নেয়। এভাবে সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেয় নাজির।

ওই শিক্ষিকা আরও জানায়, ২০ এপ্রিল কাজি অফিসে গিয়ে তাঁরা বিয়ে করেন। নাজিরের কথা অনুযায়ী সেই দিনই তিনি তাঁর বাড়িতে একা চলে আসেন। কিন্তু গেলো ২৫ এপ্রিল নাজির ডাকযোগে শিক্ষিকার স্কুলে ও বাবার বাড়ির ঠিকানায়  ডিভোর্স লেটার পাঠায়।

পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, নাজির আগেও দুটি বিয়ে করেছে। এলাকায় সে প্রতারক বলে পরিচিত। সবকিছু জানার পর ১৮ লাখ টাকা চাইলে নাজির তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে নাজিরের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী।

Advertisement

আই/এ

Advertisement

ঢাকা

ঢাকাসহ চার জেলায় আজও কারফিউ শিথিল বিকেল ৫টা পর্যন্ত

Published

on

কারফিউ

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করলেও বর্তমানে দেশের কয়েকটি জেলায় তা চলমান রয়েছে। যদিও জনগনের সুবিধার্থে প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে কারফিউ। আজও শনিবার (২৭ জুলাই) ঢাকাসহ চার জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।

শুক্রবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

এ সময়  স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।

এ বিষয়ে শনিবার (২৭ জুলাই) আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।

Advertisement

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার।

জেডএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

দুর্ঘটনা

তদন্তকাজে বেরিয়ে সাপের কামড় খেলেন পুলিশ কর্মকর্তা

Published

on

দিনাজপুরের বিরামপুরে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সাপের দংশনে আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজুলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনা গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুর রশীদ। তিনি বিরামপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক শাহরিয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তাকে বিষধর কোনো সাপ কামড় দেয়নি।

আহত এসআই আব্দুর রশিদ গণমাধ্যমে বলেন, সকালে উপজেলার দিওড় বটতলি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর জানতে পারি। দ্রুত সেখানে গিয়ে চেয়ারে বসে আহত ড্রাইভার ও হেলপারের নাম ঠিকানা লিখছিলাম। এ সময় চেয়ার বেয়ে একটি সাপ উঠে ডান হাতের আঙুলে কামড় দেয়। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে ভালো আছি।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে নেমে প্রাণ গেলো দুই কিশোরের

Published

on

সংগৃহীত ছবি

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় আরেক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। নিহতরা হলেন রাঙামাটির শাহবহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্নব চৌধুরী (১৫) ও এডিশন সাহা (১৬)।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে কাপ্তাই হ্রদের তবলছড়ির স্বর্ণটিলা নামক এলাকায়  ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক তিশা চাকমা।

স্থানীয়রা জানান,  তিন বন্ধু দুপুরে হ্রদে গোসল করতে নামে। এসময় লাইফ জ্যাকেটের মতো কিছু একটা নিয়ে ভেসে দুই বন্ধু ঘাট থেকে দূরে যায়। পরে সেটি হাত থেকে ছুটে গেলে দুজনেই পানিতে ডুবে যায়। অপর বন্ধু সাহায্য করতে গিয়ে সেও ডুবে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন হ্রদ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত