ক্রিকেট

অ্যান্ডারসনের অবসর নিয়ে মুখ খুললেন রব কি

অ্যান্ডারসনের অবসর নিয়ে মুখ খুললেন রব কি
জেমস অ্যান্ডারসনের অবসর-যাত্রা নিয়ে নানা আলোচনা চলছে। অ্যান্ডারসন জানিয়ে দিয়েছেন তার শেষের সময়। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন এই ইংলিশ পেসার। মূলত ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অব ক্রিকেট রবার্ট কি, অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককুলাম মিলে আলোচনা করেছেন অ্যান্ডারসনের সাথে। অ্যান্ডারসন তার ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। পেসার হিসেবে একমাত্র তিনি ৭০০ টেস্ট উইকেটের মালিক। সর্বশেষ সিরিজে ভারতের বিপক্ষে কীর্তি গড়েন এই পেসার। প্রথমে সংবাদপত্রের ভিত্তিতে অ্যান্ডারসন দ্রুতই ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন- তা জানা যায়। এরপর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল কাউন্টি ক্রিকেট পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের এম.ডি অব ক্রিকেট রব। তিনি বলেন, "আমরা জানিয়েছি, এটা আমাদের এগিয়ে যাওয়ার সময়। যার ফলে আমরা ভবিষ্যতের দিকে তাকাতে পারি।" তিনি যোগ করেন, "এটাই সঠিক সিদ্ধান্ত এবং এটাই সঠিক সময়। আশা করি সে লর্ডসে দারুণ এক ইতি পাবে।" কোচ ম্যাককুলাম নিজে অ্যান্ডারসনের সাথে কথা বলেছেন ইংল্যান্ডে গিয়ে। পাশাপাশি রব ও স্টোকসের সাথেও বৈঠক করেছেন এই পেসার। অ্যান্ডারসনের বয়স হয়েছে ৪১, খুব দ্রুত ৪২ বছর হয়ে যাবে তার। এখন পর্যন্ত ১৮৭ টি টেস্ট খেলেছেন। আগামী জুলাইয়ের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ইংল্যান্ড।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যান্ডারসনের | অবসর | নিয়ে | মুখ | খুললেন | রব