ক্রিকেট

এবার 'ইম্প্যাক্ট প্লেয়ার রুল' নিয়ে মুখ খুললেন কোহলি

এবার 'ইম্প্যাক্ট প্লেয়ার রুল' নিয়ে মুখ খুললেন কোহলি
'ইম্প্যাক্ট প্লেয়ার রুল' নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছেই। কেউ এই নিয়মকে ভালো বলছেন, তো কেউ মন্দ। অবশ্য ভালোর হার কিছুটা কম। দেখা যায়, বর্তমান ও সাবেক অনেকেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এবার ভিরাট কোহলি মুখ খুললেন আইপিএলের এই আলোচিত নিয়ম নিয়ে। আইপিএলে গত মৌসুম থেকে শুরু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। যেখানে মূল একাদশের বাইরেও একজন ক্রিকেটার দলের প্রয়োজনে মাঠে নামতে পারেন। ব্যাটিং-বোলিং করতে পারেন। আইপিএলের চলতি মৌসুমে প্রচুর রান হয়েছে। এর একটি কারণ হিসেবে ইম্প্যাক্ট প্লেয়ার এর এই নিয়মকে সামনে এনেছেন অনেকেই। সম্প্রতি কোহলি জানান, "বোলাররা এমন অবস্থায় পৌঁছে গেছে, তারা কী করবে বুঝতে পারছে না। আমি কখনো এমন কিছু দেখিনি, যেখানে বোলাররা প্রতি বলে চার-ছক্কা খেয়ে যাচ্ছে।" "সব দলে বুমরাহ (জাসপ্রীত) বা রহস্যময় রাশিদ খান নেই। আমি আপনাকে বলছি, একজন অতিরিক্ত ব্যাটার থাকার ফলেই আমি পাওয়ারপ্লে'তে ২০০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করি। আমি জানি একজন ব্যাটসম্যান ৮ নম্বরেও অপেক্ষা করছে। আমরা হাই-লেভেল ক্রিকেট খেলে থাকি। কিন্তু এটা এমন প্রভাব খাটানো হওয়া উচিত না, আমার মতে। ব্যাট ও বলে সমান লড়াই হওয়ার মধ্যেই সৌন্দর্য।" এর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক পডকাস্টে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই নিয়মের খুব বড় ভক্ত নন তিনি।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | ইম্প্যাক্ট | প্লেয়ার | রুল | নিয়ে | মুখ | খুললেন | কোহলি