খেলাধুলা

আয়কর প্রদানে শীর্ষ ক্রিকেটার ভিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেটে অর্থ বেশি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সবচেয়ে ধোনি বোর্ড। এই তথ্যগুলো খুব পরিস্কারভাবে জানা আছে ক্রিকেট দর্শকদের। এবার জানা গেলো দেশটির ক্রিকেটারদের আয়করের পরিমাণ। যেখানে ভিরাট কোহলির আয়কর সবচেয়ে বেশি।

ব্যবসা-বাণিজ্যবিষয় ভারতের শীর্ষ ম্যাগাজিন ফরচুন ইন্ডিয়া এক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে উল্লেখ আছে, বছরে ৬৬ কোটি টাকা আয়কর দেন কোহলি। দেশটির ক্রিকেটারদের মধ্যে যা সবচেয়ে বেশি।

দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে না থাকলেও, আইপিএল এখনো খেলছেন। তাছাড়া নিয়মিত বিজ্ঞাপন করে থাকেন তিনি। তার আয়করের পরিমাণ ৩৮ কোটি রুপি।

ধোনির পর আছেন ভারতের আরও দুই কিংবদন্তি ক্রিকেটার। শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। তারা এখনো বিভিন্ন বিজ্ঞাপন ও বিপণনের সঙ্গে যুক্ত। শচীন বছরে ২৮ কোটি রুপি আয়কর দেন। অন্যদিকে গাঙ্গুলি দেন ২৩ কোটি রুপি।

এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়া ১৩ কোটি রুপি, রিশাব পান্ট ১০ কোটি রুপি আয়কর দেন।

এম এইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভিরাট কোহলি | আয়কর