আমদানি-রপ্তানি

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শর্তসাপেক্ষে দেশটিতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তনি করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়

এতে বলা হয়, বাংলাদেশি আগ্রহী রপ্তানিকারকরা আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করবে। আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেডলাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অফিদফতরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

ইলিশ রপ্তানির জন্য  যারা বিজ্ঞপ্তি প্রকাশের আগে আবেদন করেছেন, তাদেরকেও নতুন করে আবেদন করতে হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইলিশ