Connect with us

ক্রিকেট

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে যে লজ্জার রেকর্ড বাংলাদেশের

Avatar of author

Published

on

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথমবারের মতো মার্কিন ক্রিকেট দলের মুখোমুখি হয়ে তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে টাইগাররা।

আইসিসির সহযোগী সদস্য দেশটির সাথে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়ল বাংলাদেশ।  হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে  সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শততম হারের স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারের আগেও বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের (৯৯) চেয়ে পিছিয়ে ছিল। গতকাল রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ফলে তারা এখনো ৯৯-তেই দাঁড়িয়ে।

বাংলাদেশ দল এখন পর্যন্ত ১৬৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১০০ ম্যাচে হেরেছ। বাংলাদেশের পরের অবস্থানে থাকা দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ ম্যাচ খেলে হেরেছে ৯৯টিতে।

তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পরাজয় ৯৮ ম্যাচ, তারা খেলেছে ১৮৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তালিকায় চতুর্থ স্থানে থাকা জিম্বাবুয়ের পরাজয় ১৪৫ ম্যাচে ৯৫টি। সর্বোচ্চ পরাজয়ের তালিকায় নিউজিল্যান্ড পঞ্চম। বাকি চার দলের তুলনায় অবশ্য তাদের ম্যাচও বেশি। কিউইরা ২১৬ ম্যাচে ৯০টিতে হেরেছে।

Advertisement

 

 

Advertisement

ক্রিকেট

বিদায়ী ম্যাচেও জেতা হলো না বাংলাদেশের

Published

on

সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ও নিশ্চিত করা যায়নি।

আফগানরা শুরুতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। এই লক্ষ্যমাত্রা ১২.১ ওভারে পেরোতে পারলে সেমি খেলা হতো টাইগারদের। তা হয়নি। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচও ফসকে গেছে হাত থেকে। ম্যাচে বৃষ্টির বাঁধায় বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ১৯ ওভারে ১১৪ রান। বাংলাদেশ দল ১০৫ রানে অলআউট হয়ে যায়। এতে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে আফগানরা।

বাংলাদেশি ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম শুরু করেন লক্ষ্য তাড়া করতে। শুরু থেকেই একটা মারমুখী ভঙ্গি চোখে পড়ে। কিন্তু রানের খাতা খোলার আগেই বিদায় নেন তানজিদ হাসান। একপাশ আগলে পড়ে থাকেন লিটন।

নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান কেউই সঙ্গ দিতে পারলেন না লিটনকে। সৌম্য সরকারও ফিরলেন ১০ বলে ১০ রান করে, রশিদ খানের দারুণ এক ডেলিভারিতে। ততক্ষণে দুইবার বৃষ্টি হানা দিয়েছে খেলায়। তাওহীদ হৃদয়ের ব্যাটে দুইটি বাউন্ডারি আসে। বড় শট খেলতে গিয়ে এই ব্যাটারও ফিরে যান।

মাঠে কেবল তখনো ছিলেন লিটন। আর অন্যপাশে মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেনকে পরপর দুই বলে ফিরিয়েছেন রশিদ। তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ যথাক্রমে ১০ ও ৯ বল সঙ্গ দেন লিটনকে। তাতে কি! বাংলাদেশের প্রয়োজন মেটেনি।

Advertisement

লিটন একপ্রান্তে অপরাজিত থাকলেন ৪৯ বলে ৫৪ রানে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলো আফগানিস্তান। ওপেনিং জুটিতেই সংগ্রহ করে ৫৯ রান। ২৯ বলে ১৮ রান করা ইব্রাহিম জাদরানকে রিশাদ হোসেন ফিরিয়ে দিলে ভেঙ্গে যায় জুটি। এরপর তিনে খেলতে নামা আজমতউল্লাহ ওমরজাইকে ১০ রানে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান।

দলীয় ৮৮ রানে ৫৫ বলে ৪৩ করা রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন রিশাদ। ওই ওভারেই ফিরে যান গুলবদিন নাইব। পরের ওভারে তাসকিনের শিকার হন মোহাম্মদ নবী।

শেষ দিকে করিম জানাতের ৭ ও রশিদ খানের ৩ ছক্কায় ১৯ রানের সুবাদে ১১৫ রানের সংগ্রহ পায় দলটি।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

সেমি শেষ, এখন জেতার আশায় বাংলাদেশ

Published

on

বাংলাদেশের সামনে নানা রকম সমীকরণ ছিল সেমিফাইনাল নিশ্চিত করতে। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে যখন ১১৬ রানের লক্ষ্যমাত্রা ভেদ করতে হচ্ছে, তখন ১২.১ ওভারে পেরোতে হতো এই সংগ্রহ। তবেই নিশ্চিত হতো টাইগারদের জন্য সেমি। কিন্তু তা তো হলো না। এখন বৃষ্টির কারণে ১৯ ওভারে ১১৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে।

বাংলাদেশি ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম শুরু করেন লক্ষ্য তাড়া করতে। শুরু থেকেই একটা মারমুখী ভঙ্গি চোখে পড়ে। কিন্তু রানের খাতা খোলার আগেই বিদায় নেন তানজিদ হাসান। একপাশ আগলে পড়ে থাকেন লিটন।

নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান কেউই সঙ্গ দিতে পারলেন না লিটনকে। সৌম্য সরকারও ফিরলেন ১০ বলে ১০ রান করে, রশিদ খানের দারুণ এক ডেলিভারিতে। ততক্ষণে দুইবার বৃষ্টি হানা দিয়েছে খেলায়। তাওহীদ হৃদয়ের ব্যাটে দুইটি বাউন্ডারি আসে। বড় শট খেলতে গিয়ে এই ব্যাটারও ফিরে যান।

মাঠে কেবল তখনো ছিলেন লিটন। আর অন্যপাশে মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেনকে পরপর দুই বলে ফিরিয়েছেন রশিদ। শেষ খবর পাওয়া পর্যন্ত, লিটনের সাথে ব্যাট করছেন তানজিম সাকিব।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ!

Published

on

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অল্প সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানরা। বাংলাদেশ দলকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ম্যাচটি জিততে হবে ১২.১ ওভারের মধ্যে।

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলো আফগানিস্তান। ওপেনিং জুটিতেই সংগ্রহ করে ৫৯ রান। ২৯ বলে ১৮ রান করা ইব্রাহিম জাদরানকে রিশাদ হোসেন ফিরিয়ে দিলে ভেঙ্গে যায় জুটি। এরপর তিনে খেলতে নামা আজমতউল্লাহ ওমরজাইকে ১০ রানে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান।

দলীয় ৮৮ রানে ৫৫ বলে ৪৩ করা রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন রিশাদ। ওই ওভারেই ফিরে যান গুলবদিন নাইব। পরের ওভারে তাসকিনের শিকার হন মোহাম্মদ নবী।

শেষ দিকে করিম জানাতের ৭ ও রশিদ খানের ৩ ছক্কায় ১৯ রানের সুবাদে ১১৫ রানের সংগ্রহ পায় দলটি।

সেন্ট ভিনসেন্টের বৃষ্টি শেষে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। এরমধ্যে দলীয় ২২ রানে দুইটি উইকেট হারিয়েছে দল। ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত