Connect with us

আন্তর্জাতিক

গেমিং জোন অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩২, বেশির ভাগই শনাক্ত করা যাচ্ছে না

Avatar of author

Published

on

গেমিং জোন

ভারতের গুজরাতের রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বেশির ভাগ দেহ এমন ভাবে ঝলসে গেছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না।

শনিবার (২৫ মে) রাতে এই ঘটনায় গ্রেপ্তারে করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। শীর্ষ আইপিএস আধিকারিক সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন (সিট) করা হয়েছে।

রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানান, “দেহগুলি এমন ভাবে ঝলসে গেছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে দেহগুলি শনাক্তকরণের জন্য। তিন জন এই ঘটনায় আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।”

রোববার (২৬ মে) ভোরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সেখান থেকে তিনি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। ঘটনাস্থলে এসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও। তিনি জানান, এখনও এক জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও উদ্ধারকারী দলকে কাজে লাগানো হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও ঘটনাস্থলে যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানান, আহতদের চিকিৎসার জন্য রাজকোট এমসে ৩০টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। শুধু তা নয়, এমস কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতার জন্য নির্দেশও দেয়া হয়েছে।

Advertisement

কেএস/

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫, আহত ৬০

Published

on

ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে ও আহত হয়েছেন অন্তত ৬০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- হিন্দুস্তান টাইমস

এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ৮ জন নিহত ও ১৫ জন আহতের খবর দিয়েছিলো।

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানায় দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১০ লাখ, গুরুতর আহতদের আড়াই লাখ ও অপেক্ষাকৃত কম আহতের পঞ্চাশ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

Published

on

ছবি- এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- এনডিটিভি

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানায় দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২, আহত ১৪

Published

on

নিউইয়র্কে-বন্দুকধারীর-গুলিতে-২-বাংলাদেশি-নিহত
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওল্ড সেটেলারস পার্কে গোলাগুলিতে ২ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতের পরিচয় পুলিশ জানায়নি।

গেলো শনিবার স্থানীয় সময় রাত ১১ টায় জুনটেন্থ উৎসবের সময় এ ঘটনা ঘটে।

রোববার রাউন্ড পুলিশ প্রধান অ্যালেন ব্যাংকস বলেন, একটি কনসার্টে দুই গ্রপের মধ্যে বাদানুবাদ শুরু হলে এই গোলাগুলির ঘটে। ঘটনাস্থলে নিহত দুজন বাদানুবাদে জড়িত ছিলো না। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যালেন ব্যাংকস আরো জানায়, তদন্তের পাশাপাশি পুলিশ এ ঘটনায় জড়িতদের খুঁজছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত