Connect with us

আন্তর্জাতিক

গণহত্যার প্রতিবাদে জেগে উঠুন, ফিলিস্তিনিদের প্রতি হামাস

Avatar of author

Published

on

প্রতীকী ছবি

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের জনগণকে জেগে ওঠার আহবান জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে হত্যা করার জেরে হামাসের পক্ষ থেকে জনগণকে জেগে ওঠার এই আহবান জানানো হয়।

সংগঠনটির আহবান,ফিলিস্তিনিদের অবশ্যই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরাইলি বাহিনীর ‘গণহত্যার’ বিরুদ্ধে জেগে উঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তুরষ্কের সরকারি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলা হয়, হামাস রোববার(২৬ মে) এক বিবৃতিতে বলেছে, ‘আজ (রোববার) সন্ধ্যায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের তাঁবুতে অপরাধী দখলদার সেনাবাহিনী যে ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে, তার প্রেক্ষিতে আমরা পশ্চিম তীর, জেরুজালেম, অধিকৃত অঞ্চল এবং বিদেশে অবস্থানরত আমাদের জনগণকে জেগে উঠার এবং চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানাই।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ওই বোমা হামলার পর তাঁবুতে আগুন ধরে যায়। এতে অনেকে আগুনে পুড়ে মারা গেছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

শুধু রাফা শহরে নয়, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজার তাল-আস-সুলতান,জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য এলাকায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করেছে। এসব হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে তাদের দাবি, ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহারকারী হামাস যোদ্ধাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। আগুন লাগার সময় বেসামরিক লোকজন আহত হয়েছেন বলে স্বীকার করলেও নিহতের বিষয়টিতে কিছু বলেনি।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে এক হাজার দুইশো জনের বেশি ইসরায়েলি নাগরিককে হত্যার পাশাপাশি সাড়ে তিনশোর বেশি ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর প্রতিশোধ নিতে ওইদিন থেকে গাজায় হামাস নির্মূলে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। তাদের চলমান অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৮০ হাজারের বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে গাজা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এমআর//

Advertisement

আন্তর্জাতিক

ভেঙে গেলো নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা

Published

on

ইসরাইলের-প্রধানমন্ত্রী-বেনিয়ামিন-নেতানিয়াহু
ফাইল ছবি

ছয় সদস্যকে নিয়ে গঠিত যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর- আলজাজিরা

গেলো রোববার সন্ধ্যায় ইসরাইলি এই নেতা রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে সোমবার (১৭ জুন) তিনি এ ঘোষণা দেন।

নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। বেনি গ্যান্টজ যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাদের পর এ আবেদন আরও জোড়ালো হচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রিদের একটি ছোট দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। যাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং কৌশলগত পররাষ্ট্রমন্ত্রী রন দারমার।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫, আহত ৬০

Published

on

ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে ও আহত হয়েছেন অন্তত ৬০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- হিন্দুস্তান টাইমস

এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ৮ জন নিহত ও ১৫ জন আহতের খবর দিয়েছিলো।

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানায় দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১০ লাখ, গুরুতর আহতদের আড়াই লাখ ও অপেক্ষাকৃত কম আহতের পঞ্চাশ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

Published

on

ছবি- এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- এনডিটিভি

সোমবার (১৭ জুন) শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানায় দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত