ক্রিকেট

আশা জাগিয়েও বাংলাদেশের হার

আশা জাগিয়েও বাংলাদেশের হার
এবার আর পারলেন না মহমুদউল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৩ রানের জবাবে খেলতে নেমে ৪ রানে পরাজয় বরণ করলো বাংলাদেশ। সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে ১১৪ রানের জবাবে ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে নামেন নাজমুল শান্ত। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে দুই বলে দুই চার হাঁকিয়ে ভালো শুরু আভাস দেন তানজিদ, তবে আউট হন ওই ওভারেই। দুইয়ে নামা লিটন কুমার দাসকে নিয়ে ধীর গতিতে এগিয়ে যেতে থাকেন শান্ত। পাওয়ারপ্লে শেষে আসে ২৯ রান।  কিন্তু ৭ম ওভারে কেশব মহারাজের প্রথম বলে ১৩ বলে ৯ রান করে আউট হন লিটন। ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব।  ১০ ওভারে আউট হন শান্তও। ৫০ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ।  তবে ৩৭ রান করা হৃদয়কে ফিরিয়ে দুজনের ৪৪ রানের জুটি ভাঙ্গেন রাবাদা। শেষ ওভার পর্যন্ত ক্রিজে টিকে থাকেন রিয়াদ। তবে আনতে পারেননি বাংলাদেশের জয়।      

এ সম্পর্কিত আরও পড়ুন আশা | জাগিয়েও | বাংলাদেশের | হার