Connect with us

বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Published

on

 

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি এখনো হচ্ছে। অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা। অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৮ হাজার বাসিন্দাকে। আজ সোমবার প্রায় দেড় শ’ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লাগাতার ভারী বৃষ্টিতে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি বেষ্টিত নদীগুলোর পানির উচ্চতা বেড়ে বাঁধ এলাকা প্লাবিত হয়েছে। একই দশা কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলেরও। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে, প্রতি ৫০ বছর পরপর এমন টানা বৃষ্টি থেকে বন্যার দেখা যায়। তাদের আশঙ্কা, চলতি সপ্তাহের পুরোটাই এই অবস্থা থাকতে পারে। এজন্য জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানিয়েছে তারা।

পরিস্থিতির কারণে বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হওয়া মানুষের জন্য তহবিল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Advertisement

সিডনির রেডিও স্টেশন ২জিবি-তে দেওয়া সাক্ষাৎকারে স্কট মরিসন বলেন, এটি আমাদের দেশের জন্য আরেকটি পরীক্ষার সময়।

অস্ট্রেলিয়ায় দুই কোটি মানুষ বাস করে। এর মধ্যে চলতি বৃষ্টি-বন্যায় পর্যুদস্ত এলাকায় থাকে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ। বন্যায় এসব এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএসডব্লিউর প্রশাসনিক প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা এর আগের গ্রীষ্ম মৌসুমে দাবানল ও খরায়ও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গ্ল্যাডিস বেরেজিকলিয়ান আরো বলেন, করোনাজনিত মহামারির মধ্যেই একের পর এক এমন কঠিন আবহাওয়াজনিত পরিস্থিতি এই রাজ্যের ইতিহাসে কখনও দেখা যায়নি।

এরই মধ্যে অন্তত ৫শ’ জনকে প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার করেছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। এদের মধ্যে কেউ কেউ গাড়িতে আটকা পড়েছিল।

Advertisement

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোনো কোনো অঞ্চলে এক হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি।

অস্ট্রেলিয়ায় ব্যাপক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস। এই রাজ্যের মধ্য-উত্তর উপকূলীয় এলাকা থেকে ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিডনি থেকে আরও তিন হাজার জনকে সরানো হয়েছে। বন্যাকবলিত এলাকায় পানিতে গৃহপালিত পশু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তা ও সেতু ডুবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

 

এসএন

Advertisement
Advertisement

জাতীয়

১০টি নতুন বিমান কিনতে চায় সরকার: বিমানমন্ত্রী

Published

on

বাংলাদেশ সরকার ১০টি নতুন বিমান কিনতে চায়, তবে আপাতত ৪টি বিমান কেনা হবে। আগামী ২ মাসের মধ্যে নতুন বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

বিমানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভাল প্রস্তাব এসেছে। বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

ফারুক খান আরও বলেন, অতীতে একটি ব্রিটিশ ও আমেরিকান কোম্পানির মধ্যে বাংলাদেশে পণ্য বিক্রি নিয়ে এতো প্রতিযোগিতা দেখিনি। আমরা এই দুইটার মধ্যে যেখান থেকে ভালো প্রস্তাব পাবো সেখান থেকে নেব। এটা ঠিক যে এয়ারবাস নিয়ে আমাদের অনেক ভালো অফার আছে।

এ সময় পিটার হাস গণমাধ্যমে বলেন, সিভিল অ্যাভিয়েশন খাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

শিশু নিখোঁজের খবর ‘গুজব’ : বাংলাদেশ পুলিশ

Published

on

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া শিশু নিখোঁজের খবরটি গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

রোববার (৭ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ হেডকোয়ার্টার্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

প্রকাশ্যে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা

Published

on

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা। এ সময় তাকে বাঁচাতে এলে তার বোনের কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৭ জুলাই) দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে।

নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে বাজারে আসেন মারুফ। এ সময় তাকে শিবপুরের সদর রোডস্থ একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের সদস্যরা। তাকে বাঁচাতে পার্শ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। এ সময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, নিহত মারুফ নিজেও গত দু’মাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে এলাকার লোকজন।

Advertisement

তিনি আরও বলেন, আজকে বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক কিনা তা জানা যায়নি।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত