Connect with us

ক্রিকেট

রোনালদোকে উত্ত্যক্ত করতে মেসির জার্সি  

Published

on

ক্রিশ্চিয়ানো রোনালদোকে উত্ত্যক্ত করার কি এক অস্ত্রই না পেয়েছে প্রতিপক্ষের ভক্তরা।  লিওনেল মেসির নাম স্মরণ করিয়ে দিলেই চেতে যান পর্তুগিজ মহাতারকা।  যার প্রভাব পড়ে মাঠের খেলায়।

স্লোভেনিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচেও দেখা গেলো সেই চিত্র। রোনালদোকে উত্যক্ত করতে আর্জেন্টাইন সুপারস্টারের জার্সি নিয়ে হাজির একাধিক স্লোভেনিয়া ভক্ত। এমনকি মাঠে ‘মেসি মেসি’ ধ্বনিও তোলে তারা।

মেসির জার্সির প্রভাবে হোক বা যে কারণেই হোক, স্লোভেনিয়ার বিপক্ষে দিনটা ভালো ছিলো না রোনালদোর জন্য। একের পর এক ফ্রি কিক নিয়ে কাজে লাগাতে পারেননি আল নাসর তারকা। এমনকি গুরুত্বপূর্ণ সময়ে মিস করেছেন পেনাল্টিও।

দলের জন্য কিছু করতে না পারার আক্ষেপ কতোটা পুড়িয়েছে রোনালদোকে তা প্রকাশ পেয়েছে খেলার মাঝেই। অতিরিক্ত সময়ের বিরতিতে ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন।

যদিও পর্তুগিজ গোলরক্ষক ডিয়াগো কস্তার ‘অতিমানবীয়’ পারফর্ম্যান্সে ম্যাচে ফলাফল এসেছে পর্তুগালের জয় হয়েই।

Advertisement

রোনালদোকে মাসনিক ভাবে শন্তিশালী হিসেবেই চেনে ফুটবল বিশ্ব। নিজের খারাপ দিনে এভাবে কান্নার কারণ সিআরসেভেন জানিয়েছেন ম্যাচ শেষে,

‘মানসিকভাবে অনেক শক্তিশালী মানুষেরও খারাপ দিন আসে। দল যখন আমার কাছে কিছু চাচ্ছে, আমি তখন পতনের নিচে অবস্থান করছি। প্রথমের কান্নাটুকু কষ্টের, এরপর আনন্দের। একই ম্যাচ, অথচ আমার দুইরকম অনুভূতি হলো- আনন্দ ও বেদনার। তবে গুরুত্বপূর্ণ হলো আনন্দ উপভোগ করা। আমার সতীর্থরা দারুণ খেলেছে। ম্যাচের শেষ পর্যন্ত সবাই লড়াই করেছি। জয়টা আমদেরই প্রাপ্য ছিল। কারণ পুরো ম্যাচে আমরাই ভালো খেলেছি।‘

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স। ২০১৬ ইউরোতে ফাইনালে এই ফ্রান্সকে হারিয়েই আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রোনালদো।

Advertisement

ক্রিকেট

জিম্বাবুয়ের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ

Published

on

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। সম্প্রতি দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাস্টিন স্যামন্স। আর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে থাকা স্টুয়ার্ট মাতসিকেনেরি এখন ফিল্ডিং কোচ হিসেবে জিম্বাবুয়ে পুরুষ দলে দায়িত্ব পালন করবেন।

সাবেক প্রোটিয়া বোলার ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ের। এরমধ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত কোচদের দেখা যাবে জিম্বাবুয়ে শিবিরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চল থেকে নামিবিয়া ও উগান্ডা সুযোগ পেয়েছিল। যেখান থেকে বাদ পড়ে জিম্বাবুয়ে। সেসময় ডেভ হউটন জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব থেকে নিজেকে অব্যহতি দেন।

ল্যাঙ্গেভেল্ট ভারতে অনুষ্ঠিত হওয়া সবশেষ ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দলের দায়িত্বে ছিলেন। এছাড়াও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের হয়েও কাজ করেছেন তিনি। তিনি মোট ৮৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বিদেশি লিগ খেলতে অনুমতি মিলছে না বাবরদের

Published

on

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলার কথা ছিল একাধিক পাকিস্তানি ক্রিকেটারের। জাতীয় দলের সঙ্গে অঙ্গীকারবদ্ধ ক্রিকেটারদের বাইরের লিগ খেলার অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে শক্ত অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরমধ্যে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে অনাপত্তিপত্র দিচ্ছে না পিসিবি।

আগস্টে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে নিয়মিত খেলোয়াড়দের দলে চায় দলটি। গ্লোবার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল বাবর, শাহীন ও রিজওয়ানের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়তো আটকে যাচ্ছে বোর্ডের অনুমতি না পাওয়ার কারণে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দলের খেলোয়াড়দের নিয়ে সচেতন থাকার বার্তা দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান দল নিয়ে নানা সমালোচনা উঠছে। দলের অধিনায়ক থেকে শুরু করে ম্যানেজমেন্টের কিছু অংশ বদলে ফেলা নিয়েও নানা আলোচনা উঠছে।

তবে এই ধরনের পরিবর্তন হয়তো পিসিবি এখন আনবে না। কিন্তু খেলোয়াড়দের জাতীয় দলের দায়িত্ব নিয়ে অবস্থান শক্ত রাখতে চায় তারা।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করবে ভারত

Published

on

অবশেষে দেশে ফিরেছে ভারতীয় দল। ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারিবীয় অঞ্চলে আটকে ছিল তারা। এরপর আজ (বৃহস্পতিবার) দেশের মাটিতে নেমেছে রোহিত শর্মারা। বিকেলে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে প্যারেড করবে পুরো দল। আমন্ত্রণ জানানো হয়েছে সকল ভক্ত সমর্থকদের।

দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বহুদিন বাদে আইসিসি ট্রফি জিতেছে ভারত। আনন্দ তাই বাঁধনহারা। শিরোপা জয় করার ১০৫ ঘণ্টা পর দেশে ফিরেছে পুরো ভারতীয় দল। বিমানবন্দরে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে তারা।

এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে যায় পুরো দল। মুম্বাইয়ে বড় উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে আজ বিকেলে ছাদখোলা বাসে করে সমর্থকদের সাথে বিজয় উদযাপন করবে রোহিতরা।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত