Connect with us

ফুটবল

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা

Avatar of author

Published

on

প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার দলে থাকা ৩ ফুটবলার থাকছেন অলিম্পিক দলে। লিওনেল মেসিকে পাওয়ার চেষ্টা করেছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়নি।

অলিম্পিকের জন্য মূলত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে গঠিত হয়ে থাকে। তবে দলে ৩ জন করে বেশি বয়সের খেলোয়াড় রাখার নিয়ম আছে। আর্জেন্টিনা দলে সেই তিন জন হলেন; নিকোলাস ওতামেন্ডি,  হুলিয়ান আলভারেজ ও জিরোনোমা রুল্লি।

রুল্লি দলের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ও গোলরক্ষক। ওতামেন্ডির অভিজ্ঞতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আলভারেজ নিজেও অনেক দিন থেকেই জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়।

আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক ফুটবল। আর্জেন্টিনার সাথে একই গ্রুপে লড়োবে মরক্কো, ইরান ও ইউক্রেন।

 

Advertisement

আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলরক্ষক: লিয়ান্দ্রো ব্রেই, জিরোনোমা রুল্লি

ডিফেন্ডার: মার্কো ডি সিজার, হুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গনজালো লুজান, ব্রুনো অ্যামিওনে, নিকোলাস ওতামেন্ডি

মিডফিল্ড: ইজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেদিনা, কেভিন জেনন

ফরোয়ার্ড: গুইলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গুন্ডো, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেল্ট্রান।

Advertisement

 

এম/এইচ

Advertisement

ফুটবল

ব্রাজিলের হয়ে ভিনির জায়গায় মাঠে নামবে এন্ড্রিক

Published

on

উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। যেখানে সেলেসাওদের জন্য সবচেয়ে দুঃসংবাদ ভিনিসিয়াস জুনিয়রের মাঠে না থাকা। দুইটি হলুদ কার্ড পেয়ে উরুগুয়ের বিপক্ষে নামা হচ্ছে না এই ব্রাজিলিয়ান উইঙ্গারের। ভিনিসিয়াস না থাকাতে দলটির হয়ে শুরুতেই দেখা যাবে এন্ড্রিককে।

রিয়াল মাদ্রিদের এই ১৭ বছর বয়সী ফুটবলার এখনো কোপা আমেরিকার মাঠে নামেননি। এন্ড্রিকের মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কোচ বলেন, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমরা আরেকজন তরুণের সুযোগ দেখার জন্য। সম্ভবত এটা এন্ড্রিকের জ্বলে ওঠার সময়।’

এদিকে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা ভিনিসিয়াস এর না থাকায় খুব বেশি পার্থক্য দেখছেন না। ব্রাজিল দলকে তিনি এর চেয়েও বড় মনে করেন। যেখানে অনেক উইঙ্গার আছে মাঠে নামানোর মতো।

উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে কলম্বিয়ার কাছে ১-১ গোলে ড্র করে ব্রাজিল হয়েছে গ্রুপ রানারআপ। ফেভারিট হিসেবে দর্শকেরা উরুগুয়েকে রাখতে চাচ্ছে। দলটি গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে এই পর্যায়ে এসেছে। সত্যি বলতে দারুণ খেলা উপহার দিচ্ছে তারা। আর ব্রাজিলকে দেখতে অনেকটা ছন্নছাড়া বলেই মনে হচ্ছে টুর্নামেন্ট জুড়ে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ক্যারিয়ারের শেষ সময় উপভোগ করছেন সুয়ারেজ

Published

on

উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ তার সময় উপভোগ করছেন। নিজের ক্যারিয়ারের শেষ সময়ে চলে এসেছেন তিনি। আগামীকাল (৭ জুন) সকাল ৭ টায় ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে।

দলের সাথে থাকা আনন্দের মনে করেন সুয়ারেজ। তিনি উরুগুয়ের হয়ে ৬৮ টি গোল করেছেন। যা দলটির হয়ে সর্বোচ্চ। সুয়ারেজ বলেন, ‘আমি ম্যাচের সব মুহূর্ত খুব উপভোগ করি। এটা আমার এই বয়সের জন্য এমন যে, আপনার বয়স বাড়ছে- আর আপনি উপভোগ করে যাচ্ছেন, তা যত বেশি বা কমই খেলেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু স্কোয়াডের আরেকজন খেলোয়াড়। আপনারা ইতোমধ্যে তা দেখে ফেলেছেন। খেলি বা না খেলি, আমি নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্ট- আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি।’

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন পর্তুগিজ কোচ

Published

on

পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো পরিস্কার ঘোষণা বা বার্তা আসেনি। বরং দলটির কোচ রবার্তো মার্তিনেজ বলছেন, এমন কিছু বলার জন্য এটা খুব তাড়াতাড়ি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে পর্তুগাল।

পর্তুগালের জার্সিতে রোনালদো আর কতদিন খেলবেন, তা প্রশ্ন থেকে যাচ্ছে। এ নিয়ে আলোচনা উঠছে। অনেকে বলছিলেন, ইউরোতে পর্তুগিজদের বিদায়ের সাথে সাথে দেশের জার্সিতে রোনালদোর বিদায়ও লেখা হয়ে গেছে।

তবে পর্তুগাল কোচ মার্তিনেজ বলছেন, ‘ম্যাচের পর এ সম্পর্কে বলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেখানে এখনো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

রোনালদো অবশ্য জানিয়েছেন এটাই তার শেষ ইউরো। স্বাভাবিকভাবে তাই হওয়ার কথা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিতে রোনালদো ২১২তম ম্যাচ খেলে নিলেন। তিনি এখন পর্যন্ত দেশের হয়ে ১৩০ টি গোল করেছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত